প্রায় সাড়ে তিন বছর ধরে এই পাড়া শুনশান ছিল। আজ পার্থ চট্টোপাধ্যায় বাড়ি ফিরছেন। দুপুর থেকেই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ীর সামনে তার অনুগামীরা ভিড় জমাচ্ছেন। পার্থ অনুগামীদের দাবি, নেকদিন আগেই বাড়ি ফেরার কথা ছিল আইনি জটিলতার কারণেই এতদিন সময় লাগল। অবশেষে তিনি ফিরছেন গোটা এলাকাবাসী অত্যন্ত আনন্দিত।
আরও পড়ুন: ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে তীব্র জল্পনা! ‘বাবা সেরে উঠছেন’, পোস্ট করে জানালেন এষা দেওল
advertisement
বাইপাসের পাশে বেসরকারি হাসপাতাল থেকে আজই বাড়ি ফিরছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সবকিছু ঠিক থাকলে দুটোর পর হাসপাতাল থেকে বেরোবার সম্ভাবনা। আর এন টেগোর হাসপাতালের বাইরেও পার্থ চট্টোপাধ্যায়ের অনুগামীদের ভিড়। অনুগামীদের জানালেন কাজের মানুষ হিসেবে আবার তারা পার্থ চট্টোপাধ্যায়কেই চান। অনুগামিদের হাতে ব্যানার, ‘বেহালা পশ্চিমে পার্থ চ্যাটার্জিকে আবার চাই ’।
এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় ২০২২ সালে গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ওই বছরের ২২ জুলাই ইডি হানা দিয়েছিল তাঁর নাকতলার বাসভবনে। ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তল্লাশি চলে তাঁর ঘনিষ্ঠ অর্পিতা চট্টোপাধ্যায়ের ফ্ল্যাটেও, যেখানে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ নগদ অর্থ।
সূত্রের খবর, ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের শর্ত হিসেবে ৯০ হাজার টাকা জমা পড়ে গিয়েছে। বিশেষ সিবিআই আদালতের বিচারক রিলিজ অর্ডারে সই করলেই সেই টাকা প্রেসিডেন্সি জেলে জমা হবে, আর তার পরেই ঘরে ফেরার অপেক্ষা শেষ হবে। বর্তমানে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন পার্থ।
