এদিন সকাল ১০.৩০ নাগাদ পার্থ চট্টোপাধ্যায় ও অন্যান্যদের বিশেষ সিবিআই আদালতে হাজির করানো হয়। গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই আদালতে ঢোকেন পার্থবাবু। তাঁর দিকে একাধিক প্রশ্ন ধেয়ে এলেও কোনও উত্তর দেননি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। তবে, শুনানিতে তার আইনজীবীরা এবং স্বয়ং পার্থবাবু নিজের শারীরিক অসুস্থতার কথা তুলে ধরে বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি যে মানসিক দিক থেকেও ভেঙে পড়েছেন, উল্লেখ করেন সে কথাও। এদিন পার্থবাবুকে কার্যত হতাশই দেখিয়েছে।
advertisement
আরও পড়ুন: 'বাংলার ভবিষ্যৎ বিজেপি, সামনের দরজা দিয়েই ক্ষমতা দখল', শুভেন্দুর মন্তব্যে তোলপাড় বাংলা
পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী এদিন বলেন, ''আমার মক্কেলের বিরুদ্ধে অভিযোগ আলাদা, তবে শেষ ১৪ দিনে কী পেলেন? আমার মক্কেলের বিরুদ্ধে কী পেলেন, যে আরও থাকার আবেদন করছে তদন্তকারী সংস্থা?'' আদালতে এদিন পার্থবাবুর জামিনের আবেদন জানান আইনজীবীরা।
আরও পড়ুন: রাস্তায় বসে তৃণমূল কাউন্সিলর, পেছনেই তৃণমূল অফিস! যা ঘটল, শুনলে অবাক হয়ে যাবেন
তাঁরা জানান, পার্থবাবুর বয়স হয়েছে। তাঁর শারীরিক অবস্থা খারাপ হচ্ছে। শীত পড়লে তাঁর অবস্থা আরও খারাপ হতে পারে। তাই যে কোনও শর্তে জামিন দেওয়া হোক তাঁকে। এজলাসে হাতজোড় করে পার্থবাবু নিজেও বিচারককে বলেন, ''আমার শারীরিক অবস্থা খুব খারাপ।''