এই প্রথম নয়, এর আগেও জেল থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে বেরনোর সময়ও পার্থ দাবি করেছিলেন, তিনি দলের সঙ্গেই আছেন৷ বারংবার পার্থ এই ধরনের বার্তা দিলেও এখনও পর্যন্ত দলের পক্ষ থেকে তাঁর সম্পর্কে কোনও নমনীয় মনোভাব দেখায়নি৷ বিষয়টি বিচারাধীন বলেই এড়িয়ে গিয়েছেন দলের নেতারা৷
আরও পড়ুন: মারাত্মক অভিযোগ শুভেন্দুর! উত্তাল বিধানসভা, তুমুল স্লোগান বিজেপির
advertisement
এ দিনই ফের একবার নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ সাত জনকে আদালতে পেশ করা হয়৷ পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন সদস্য শান্তিপ্রসাদ সিনহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, প্রদীপ সিং, প্রসন্ন রায় এবং অশোক সাহাকে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তোলা হয়৷
আরও পড়ুন: বিজেপি-র সঙ্গে জোট, নন্দকুমার মডেল ঠেকাতে দশ নেতাকে বহিষ্কার করল সিপিএম
আজও সিবিআই-এর পক্ষ থেকে ধৃতদের জামিনের বিরোধিতা করা হবে বলেই ধরে নেওয়া হচ্ছে৷ অন্যদিকে এর আগের দিন অভিযুক্তদের আদালতে পেশ করা হলে সিবিআই-কে বেশ কয়েকটি প্রশ্ন করেছিলেন বিচারক৷ এ দিন সিবিআই-এর পক্ষ থেকে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয় কি না, সেদিকও নজর থাকবে৷
প্রসঙ্গত গত ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। পরবর্তীকালে জেল হেফাজতে থাকাকালীন সিবিআই তাঁকে ‘শোন অ্যারেস্ট’ করে। আজ সিবিআইয়ের মামলার ভিত্তিতেই আদালতে পেশ করা হয় পার্থ সহ বাকিদের।