TRENDING:

Partha Chatterjee bail plea: অর্পিতা জামিন পেলেও স্বস্তি পেলেন না পার্থ! সুপ্রিম কোর্টে রফা হল না পার্থর জামিন মামলার

Last Updated:

Partha Chatterjee bail plea: শুক্রবার সুপ্রিম কোর্টে বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া, বিচারপতি সূর্যকান্তর এজলাসে পার্থ চট্টোপাধ‍্যায়ের প্রাথমিকে নিয়োগে জামিন মামলার শুনানি ছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে জামিন পেলেন না পার্থ চট্টোপাধ্যায়, শুক্রবার স্থগিত হয়ে গেল জামিন মামলার শুনানি। সোমবার পার্থ-মামলার পরবর্তী শুনানি। শুক্রবার সুপ্রিম কোর্টে বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া, বিচারপতি সূর্যকান্তর এজলাসে পার্থ চট্টোপাধ‍্যায়ের প্রাথমিকে নিয়োগে জামিন মামলার শুনানি ছিল।
কী বলল আদালত।
কী বলল আদালত।
advertisement

এদিন সওয়াল জবাবে মুকুল রোহতগি বলেন, “পার্থ চট্টোপাধ‍্যায় ২৮ মাস জেলে রয়েছেন। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ এবং সেই অভিযোগের যা সর্বোচ্চ সাজা, তার এক তৃতীয়াংশ জেলে কাটিয়েছেন উনি। এখনও ট্রায়াল শুরু হয়নি। কবে মামলা শুরু হবে তাও ঠিক নেই। বাকি প্রায় সব অভিযুক্তরা জামিনে মুক্ত হয়েছেন। যে অর্পিতা আমার নাম করেছিলেন, সে দুদিন আগে ট্রায়াল কোর্ট থেকে জামিন পেয়েছে। রাজনৈতিক কারনে তাঁকে আটকে রাখা হচ্ছে। তাঁর জামিন পাওয়ার অধিকার আছে”।

advertisement

আরও পড়ুন: কত গতিতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়! এখন কোথায় রয়েছে ফেনজল? ল্যান্ডফলই বা কোথায় করবে?

আগের মতোই এবারও ইডির আইনজীবী সুপ্রিম কোর্টে যুক্তি দেন, “উনি প্রভাবশালী জেল থেকে বেরোলে সাক্ষ‍্যদের প্রভাবিত করতে পারেন”। দুই পক্ষেপ সওয়াল জবাব শুনে বিচারপতি জানান, সিবিআইয়ের থেকে রিপোর্ট নিয়ে আমরা শুনানি করব।

যদিও এদিন আদালতে পার্থর গ্রেফতারির সময় নিয়েও প্রশ্ন তোলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। মামলা রুজু করার ২৮ মাস পরে সিবিআই শোন অ্যারেস্ট দেখানোর বিষয়টি আদালতে তোলেন পার্থর আইনজীবী।

advertisement

আরও পড়ুন: ফের রেল দুর্ঘটনা! লাইন থেকে ছিটকে গিয়ে ভেঙে চুরমার ১৭টি কামরা, বাতিল বহু ট্রেন, যাত্রীদের প্রবল ভোগান্তি

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিচারপতি এই প্রসঙ্গে বলেন, “সেটা আপনারা বলতে পারেন না। সিবিআই প্রথমেই গ্রেফতার করলে আপনারা বলতেন, আগে থেকে সিদ্ধান্ত নিয়ে গ্রেপ্তার করেছে, পরে গ্রেপ্তার করলে আপনারা বলবেন ইচ্ছাকৃত”।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee bail plea: অর্পিতা জামিন পেলেও স্বস্তি পেলেন না পার্থ! সুপ্রিম কোর্টে রফা হল না পার্থর জামিন মামলার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল