TRENDING:

Pariksha Pe Charcha 2020: ‘৪৫ বছরে বেকারত্বের হার সর্বোচ্চ, আগে সেটা নিয়ে চর্চা করুন’, প্রধানমন্ত্রীর ‘পরীক্ষা পে চর্চা’-কে কটাক্ষ পার্থর

Last Updated:

এমন অবস্থায় পরীক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে প্রধানমন্ত্রীর পেপ টক কর্মসূচি নিয়ে কটাক্ষ বিরোধীদের ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ৪৫ বছরে বেকারত্বের হার সর্বোচ্চ। সে নিয়ে আগে চর্চা করা উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘পরীক্ষা পে চর্চা’-কে এমনই কড়া ভাষায় কটাক্ষ পার্থ চট্টোপাধ্যায়ের। পরীক্ষার আগে প্রধানমন্ত্রীর পেপ টক। সোমবার সকালে দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে ছাত্রছাত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আলোচনা সভার আয়োজন করা হয়েছিল ৷ এই কর্মসূচির নাম ছিল ‘পরীক্ষা পে চর্চা’ ৷ সেই নিয়েই বিরোধীদের তীব্র আক্রমণের নিশানায় নরেন্দ্র মোদি ৷
advertisement

পরিসংখ্যান বলছে, দেশে শিক্ষিত হওয়া সত্ত্বেও কাজ পাচ্ছেন না যুবক-যুবতীরা ৷ বিজেপি সরকারের দ্বিতীয় টার্মে বেকারত্বের হার আকাশছোঁয়া, কর্মসংস্থান তলানি ছুঁয়েছে ৷ এমন অবস্থায় পরীক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে প্রধানমন্ত্রীর পেপ টক কর্মসূচি নিয়ে কটাক্ষ বিরোধীদের ৷ রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কটাক্ষ, ‘ছাত্রদের হাতে কাজ থাকলে তারা আন্দোলনে যেত না। চর্চারও দরকার হত না।’ মন্তব্য তৃণমূল মহাসচিবের।

advertisement

ব্যর্থতার মধ্যেই লুকিয়ে থাকে সাফল্য। সোমবার দিল্লির তালকোটরা স্টেডিয়ামে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে পড়ুয়াদের পাঠ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদাহরণ হিসেবে তুলে ধরলেন সাম্প্রতিক চন্দ্রযান অভিযানের কথা। কর্তব্যের মধ্যেই লুকিয়ে থাকে অধিকার। যদি কেউ তা নিষ্ঠার সঙ্গে পালন করেন, তা-হলে তাঁকে অধিকার দাবি করতে হয় না। দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে পড়ুয়াদের বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। শুধু নতুন বছরে 'পরীক্ষা পে চর্চা ২০২০'-তে পড়ুয়াদের চাপমুক্ত থাকার ও জীবনে এগিয়ে যাওয়ার একগুচ্ছ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর কাছ তেকে টিপস নিল প্রায় ২ হাজার পড়ুয়া৷ একই সঙ্গে দেশের অন্যান্য রাজ্য থেকেও পড়ুয়ারা ভিডিও কনফারেন্সে প্রশ্ন করল মোদিকে৷ মোট ৬০টি প্রশ্নের উত্তর দিলেন প্রধানমন্ত্রী৷ মোদি বললেন, 'এই দশক গুরুত্বপূর্ণ হতে চলেছে৷ আপনাদের উপরেই নির্ভর করছে৷ আজকের ফ্যাশন, #WithoutFilter৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

এখানেই শেষ নয়, পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বার্তা, দিনের একটা সময় কাটাতে হবে প্রযুক্তি ছাড়া। স্মার্টফোন নয়, দিনে বেশি সময় কাটাতে হবে পরিবারের সঙ্গে। তালকাটোরা স্টেডিয়ামে ছাত্রছাত্রীদের বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তাঁর পরামর্শ, স্মার্টফোন সরিয়ে দাদু-ঠাকুমার সঙ্গে বেশি সময় কাটানো উচিত। প্রযুক্তিকে জয় করতে হবে। প্রযুক্তি জিতলে চলবে না।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Pariksha Pe Charcha 2020: ‘৪৫ বছরে বেকারত্বের হার সর্বোচ্চ, আগে সেটা নিয়ে চর্চা করুন’, প্রধানমন্ত্রীর ‘পরীক্ষা পে চর্চা’-কে কটাক্ষ পার্থর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল