সেই ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তদন্তকারীদের পক্ষ থেকে দেখা হচ্ছে। গত ৯ বছরে তারা কী কী কাজ করেছেন এই পার্টনারশিপ, এর মাধ্যমেই চারটি ফ্ল্যাট কেনার হদিশ পাওয়া গিয়েছিল। নতুন করে আবার জিজ্ঞাসাবাদ করা হবে এ বিষয়ে। ইডি মনে করছে, জিজ্ঞাসাবাদে আরও নতুন বেশ কয়েকটি ফ্ল্যাটের হদিশ মিলতে পারে।
advertisement
ইডি সূত্রে খবর, অপা ইউটিলিটিজ কোম্পানির ডিট দেখে তদন্তকারীরা জানতে পেরেছে, ২০১২ সালের নভেম্বর মাসে এই পার্টনারশিপ কোম্পানি তৈরি হয়েছিল এবং নিয়মিত এই কোম্পানির ব্যালেন্স শিট জমা দিয়ে ইনকাম ট্যাক্স জমা দিত। গত ৯ বছর ধরে কীভাবে কাজ করেছে এই সংস্থা, সেই সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। অর্পিতা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে এই কোম্পানির কথা সামনে আসে ইডি আধিকারিকদের।
আরও পড়ুন: শুভ্রার ক্ষোভ প্রকাশ আসলে সকলের প্রতিবাদ, জুতোকাণ্ডে মুখ খুললেন টলিউডের শিল্পীরা
ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দেখে ব্যাংক কর্তৃপক্ষ থেকে সমস্ত নথি চাওয়া হয়েছে। তদন্তকারীকে মনে করছে এই কোম্পানি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে আরও বেশ কিছু সম্পত্তি এবং ফ্ল্যাটের হদিশ মিলতে পারে। পশ্চিমবঙ্গজুড়ে এখন অন্যতম আলোচিত চরিত্রের নাম অর্পিতা মুখোপাধ্যায়। মডেলিং-অভিনয় জগত থেকে আচমকাই পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হয়ে ওঠা৷ রাতারাতি বদলে গিয়েছিল অর্পিতা মুখোপাধ্যায়ের জীবন৷