নিয়োগ দুর্নীতির ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় সহ ৫৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হল। চার্জ গঠনের জন্য শুনানি শুরু হল নগর দায়রা আদালতে। এদিন আদালতে হাজির ছিলেন পার্থ, অর্পিতা, সুজয় কৃষ্ণ ভদ্র, মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ সহ বাকি অভিযুক্তরা। যদিও মামলা থেকে অব্যাহতি চাওয়ার আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়। আইনি জটিলতার কারণ দেখিয়ে অব্যাহতি চাইলেন।
advertisement
আরও পড়ুন: বাঘিনী জিনাতকে বন্দি করতে গিয়ে, অবশেষে কে পড়ল জালে? শুনে আঁতকে উঠবেন
তবে, সিবিআইয়ের মামলা থেকে আপাতত মুক্তি পাচ্ছেন না পার্থ চট্টোপাধ্যায়-সহ কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য এবং অশোককুমার সাহারা। এই মামলায় বিচারপতি তপব্রত চক্রবর্তীর পর্যবেক্ষণ, ‘‘যোগ্যদের বঞ্চনা করে অযোগ্যদের চাকরি দেওয়ার নাম করে সমাজের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। রাজ্য অভিযুক্ত সরকারি অফিসারদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ায় সম্মতি দেওয়ায় নীরব থাকা অবাক করে।’’
প্রসঙ্গত, ২০২২-এর ২৩ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। বেশ কিছুদিন এই মামলাতে জামিন পেয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় ইতিমধ্যে জামিন পেয়েছেন পার্থ। তবে সিবিআইয়ের মামলাতে জামিনের আবেদন খারিজ হল প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এবার ইডির মামলায় পার্থদের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়াও শুরু হয়ে গেল।