এদিন সাংসদে অনাস্থা প্রস্তাবের আগে বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি-সহ বিজেপির শীর্ষ নেতারা। আগামী কয়েকদিনে সংসদের দুই কক্ষের রণকৌশল ঠিক করতেই মূলত এই বৈঠক। এদিন বৈঠকের পরে সেই ছবি ট্যুইট করেন প্রধানমন্ত্রী মোদি। কার্যত ছবির মাধ্যমেই যেন সংখ্যার হিসেব বুঝিয়ে দিলেন তিনি।
সূত্রের খবর, এদিন বিজেপির সংসদীয় দলের বৈঠকে ২০১৮ সালের তাঁর নিজের একটি ভাষণের উল্লেখ করেছেন মোদি। যেখানে তিনি বিরোধীদের কটাক্ষ করে বলেছিলেন ২০২৩ সালে অনাস্থা প্রস্তাব আনবেন বিরোধীরা।
advertisement
আরও পড়ুন, ত্রিপুরায় দুই বিধানসভা উপনির্বাচন, লোকসভার আগে শক্তি মেপে নিতে তৈরি পদ্ম শিবির
আরও পড়ুন, ৬ মাসের মধ্যে বউবাজার সমস্যার সমাধান! ধর্মতলা থেকে হাওড়া শুরু ‘ডিপ ফ্রিজিং’
সংসদীয় দলের বৈঠকে বিরোধীদের জোট ইন্ডিয়াকে ‘ঘমন্ডিয়া’ বলে কটাক্ষ করেছেন মোদি। এছাড়াও বিরোধীদের অনাস্থা প্রস্তাব প্রসঙ্গে আজ দলীয় সাংসদদের মোদি বলেছেন, ‘বিরোধীরা নিজেরাই অবিশ্বাসে ভুগছেন। তাই সংসদীয় অনস্থা প্রস্তাব এনেছেন।’