বর্ষবরণে কড়া নিরাপত্তা শহরজুড়ে। পার্কস্ট্রিটে নিরাপত্তায় আড়াই হাজার পুলিশ মোতায়েন। পার্কস্ট্রিট ও লাগোয়া এলাকায় বিশেষ নজরদারি। কোথাও কোনওরকম ফাঁক রাখা হচ্ছে না।
বাড়তি ভিড় সামাল দিতে একগুচ্ছ পদক্ষেপ কলকাতা মেট্রোর। বাড়ানো হচ্ছে কাউন্টার। বছরের শেষ সপ্তাহে মেট্রোয় নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, পার্কস্ট্রিট-মুখী যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে সমস্যা এড়াতে মেট্রো কাউন্টারের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
জানা গিয়েছে, পার্কস্ট্রিট, ময়দান এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। পার্কস্ট্রিট এবং দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে চারটি অতিরিক্ত বুকিং কাউন্টার খোলা হয়েছে। বাড়তি টোকেন এবং স্মার্ট কার্ড রাখা হয়েছে ওই দুটি প্রান্তিক মেট্রো স্টেশনে। বড়দিনে পার্ক স্ট্রিট, দক্ষিণেশ্বর, দমদম, ময়দান, রবীন্দ্রসদন, এসপ্ল্যানেডের মতো স্টেশনগুলিতে উচ্চপদস্থ মেট্রো আধিকারিক এবং চিফ ট্রাফিক সুপারভাইজাররা উপস্থিত থাকবেন।
বছরের শেষদিন যাতে সাড়ম্বরে এবং নির্বিঘ্নে কাটে সেদিকটা দেখতেও সচেষ্ট প্রশাসন।