চিকিৎসকেরা জানাচ্ছেন, সংকট পুরোপুরি না কাটলেও এখন অনেকটাই ভাল আছেন পরিবহ ৷ কথাবার্তা অনেকটাই স্বাভাবিক হয়েছে ৷ তবে, আগামী ৩ দিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে ৷ যদি তাঁর শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হয় ৷ তাহলে ছেড়ে দেওয়া হতে পারে চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায়কে ৷
সোমবার রাতে রোগী মৃত্যু ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে এনআরএস। রোগীর পরিবার ও চিকিৎসকদের মধ্যে গন্ডগোলে জখম জুনিয়র ডাক্তার। প্রতিবাদে মঙ্গলবার দিনভর অচলাবস্থা জারি ছিল এনআরএসে। মুখ্যমন্ত্রীর আশ্বাস না পেলে কর্মবিরতি চলবে বলে জানিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। এদিকে চিকিৎসকদের মারধরে অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করেছে এন্টালি থানার পুলিশ।
advertisement
শ্বাসকষ্ট নিয়ে ট্যাংরার বিবিবাগানের বাসিন্দা মহম্মদ শাহিদকে সোমবার ভরতি করা হয় এনআরএসে। বিকেলে মৃত্যু হয় পঁচাত্তর বছরের বৃদ্ধের। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ তোলেন পরিজনরা। ওয়ার্ডে ঢুকে জুনিয়র ডাক্তারদের উপর তাঁরা চড়াও হন বলে অভিযোগ।