শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকেও বিরোধীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত রাজ্য সরকারের শিক্ষক দিবসের অনুষ্ঠানে মমতা একাধারে যেমন নিশানা করেছেন বাম আমলকে, তেমনই তাঁর আমলে শিক্ষাক্ষেত্রের অগ্রগতি নিয়েও সওয়াল করেছেন। সেইসঙ্গেই জানিয়েছেন, রাজ্যে বিপুল শিক্ষক নিয়োগ শুধুমাত্র সময়ের অপেক্ষা। যদিও তার জন্য নানা প্রতিবন্ধকতার মুখেও যে তাঁকে পড়তে হচ্ছে, তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি।
advertisement
সোমবার তিনি বলেন, ''আরও ৮৯ হাজার শিক্ষক নিয়োগ হবে। তা নিয়ে প্রস্তুত আছে সরকার। কাজ করতে গেলে যদি কোনও ভুল হয়, একটা আধটা ভুল হতেই পারে। মধ্যপ্রদেশের কেসটা দেখেছিলেন তো। নিচু তলার কেউ কেলেঙ্কারি করলে উপর তলায় চলে আসে।''
মুখ্যমন্ত্রীর সংযোজন, '' ৯৫ সাল থেকে আমি বই লিখতে শুরু করেছি। ১২৫ টা বই লিখে ফেলেছি। রাজবংশী,উর্দু,সাঁওতালি ভাষাতে বই লিখেছি। সেই বই গুলোতে ৮০ সালের পর থেকে তথ্য পাবেন। সারা পৃথিবী থেকে বক্তৃতা দিতে ডাকলেও আমাকে যেতে দেওয়া হয় না। তাতে আমার কিছু যায় না।''
আরও পড়ুন:নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়, সকাল থেকে রেইড, আটক সোদপুরের বাসিন্দা সুব্রত
রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ''আমরা স্কিল এডুকেশন এ নম্বর ১। আমরা ১৫ দিনের মধ্যে ৩০ হাজার ছেলেমেয়েকে চাকরির নিয়োগপত্র তুলে দেব।'' চাকরিপ্রার্থী শিক্ষকদের আন্দোলন নিয়ে তিনি বলেন, '' অনেক রকম বড় ব্যাপার আছে। কয়েকটা ছেলে মেয়ে বসেছিল রাস্তায়। আমার সঙ্গে কথা হয়েছিল। তখন করে দেব বলে বলেছিলাম। কিন্তু তখন শিক্ষামন্ত্রী বলেছিলেন নম্বর পারমিট করছে না।''
UJJAL ROY