এ দিন সকালে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে পৌঁছেছেন বেলেঘাটার বিধায়ক৷ ২০২১ সালের ২ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিনই বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ৷ এই ঘটনায় সরাসরি পরেশ পালের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ করে মৃত বিজেপি কর্মীর পরিবার৷
আরও পড়ুন: অমিত শাহের নির্দেশে বিএসএফের নজরদারিতে গরু পাচার কমেছে... পরিসংখ্যান তুলে ধরে দাবি শুভেন্দু অধিকারীর
advertisement
পরেশ সিবিআই দফতর থেকে বেরিয়ে বলেন, 'বেলেঘাটার পুরোটাই তৃণমূলের৷ বিধায়ক, কাউন্সিলর সব আমাদের৷ ওরা (অভিজিৎ সরকারের পরিবার) বিজেপি করে, তাই কাউকে না কাউকে পার্টি করতেই হবে৷' তৃণমূল বিধায়ককে প্রশ্ন করা হয়, নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকার মৃত্যুকালীন জবানবন্দিতে অভিযুক্ত হিসেবে তাঁর নাম বলে গিয়েছিলেন৷ যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি পরেশ পাল৷
সিবিআই সূত্রে খবর, প্রয়োজনে ফের পরেশ পালকে ফের তলব করা হতে পারে৷ গত ১৮ মে প্রথমবার সিবিআই পরেশ পালকে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল৷ তার পর আজ তাঁকে তিন ঘণ্টা জেরা করা হয় তাঁকে৷ পরেশ পালের এ দিনের বয়ান ঘটনার অন্যান্য সাক্ষীদের সঙ্গে মিলিয়ে দেখা হবে বলেই সিবিআই সূত্রে খবর৷