TRENDING:

Paresh Adhikari and Ankita Adhikary: ইডি দফতরে পরেশ-অঙ্কিতা, বাবা-মেয়েকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা

Last Updated:

মেয়েকে বেআইনি ভাবে চাকরি পাইয়ে দেওয়ার জন্য প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বিরুদ্ধে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অনুপ চক্রবর্তী, কলকাতা: ইডি দফতরে একসঙ্গে হাজিরা দিলেন তৃণমূল বিধায়ক পরেশ অধিকারী এবং তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেই এ দিন ডেকে পাঠানো হয়েছে পরেশ এবং তাঁর মেয়ে অঙ্কিতাকে৷ দু' জনকে আজ মুখোমুখি বসিয়ে জেরা করা হবে৷
ইডি দফতরে পরেশ অধিকারী এবং অঙ্কিতা অধিকারী৷
ইডি দফতরে পরেশ অধিকারী এবং অঙ্কিতা অধিকারী৷
advertisement

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই চাকরি গিয়েছে অঙ্কিতার৷ মেয়েকে বেআইনি ভাবে চাকরি পাইয়ে দেওয়ার জন্য প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বিরুদ্ধে৷

গত ৭ নভেম্বর ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন পরেশ অধিকারী৷ এর আগে সিবিআই তাঁকে একাধিকবার জেরা করেছে৷ সেদিন প্রায় চার ঘণ্টা জেরা করা হয়েছিল তাঁকে৷

আরও পড়ুন: শুভেন্দু অধিকারীকে ফলো? রাতের কাঁথিতে ভয়ানক কাণ্ড! দুই যুবককে ঘিরে বড় রহস্য

advertisement

২০১৬ সালের এসএসসি-র মেধা তালিকায় বেআইনি ভাবে অঙ্কিতার নাম ঢোকানো হয়েছিল বলে অভিযোগ৷ এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন ববিতা সরকার নামে এক চাকরিপ্রার্থী৷ শেষ পর্যন্ত অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করে ববিতা সরকারকে চাকরি দেওয়ার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ একই সঙ্গে অঙ্কিতার সমস্ত বেতনও দু'টি কিস্তিতে ববিতা সরকারকে ফেরত দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

এই ঘটনা যখন ঘটে, তখন পরেশ অধিকারী রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন৷ অভিযোগ ওঠে, মন্ত্রী হিসেবে প্রভাব খাটিয়েই মেয়েকে বেআইনি ভাবে চাকরি পাওয়ার ব্যবস্থা করে দেন পরেশ৷ যদিও হাইকোর্টের নির্দেশে অঙ্কিতার চাকরি যাওয়ার পরই মন্ত্রিত্ব থেকে সরানো হয় পরেশকে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Paresh Adhikari and Ankita Adhikary: ইডি দফতরে পরেশ-অঙ্কিতা, বাবা-মেয়েকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল