TRENDING:

'সঞ্জয় রাইয়ের ঘাড়ে দায় চাপিয়ে...' CBI-এ আস্থা হারিয়ে বড় পদক্ষেপ RG Kar নির্যাতিতার পরিবারের! ৯ অগাস্ট নবান্ন অভিযানের ডাক!

Last Updated:

 ফের ক্ষোভে ফেটে পড়লেন RG KAR কাণ্ডে নির্যাতিতার বাবা-মা, আজকের পর আর ভরসা নেই CBI-র উপর, নবান্ন অভিযানের ডাক ৯ আগস্ট!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুবীর দে,পানিহাটি:  তিলোত্তমা কাণ্ডে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-র বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার পরিবার। আজ টানা দু’ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় নির্যাতিতার বাবা-মাকে। এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা জানান, CBI-র উপর তাঁদের আর কোনও ভরসা নেই।
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

তাঁদের অভিযোগ, “CBI কোথাও না কোথাও ‘সেটিং’ হয়ে গেছে। বারবার একই প্রশ্ন করে আমাদের ক্লান্ত করে তোলা হচ্ছে, অথচ তদন্তে কোনও গতি নেই। পুরো ঘটনার দায় যেন শুধু সঞ্জয় রাইয়ের ঘাড়ে চাপিয়ে গোটা চক্রকে আড়াল করতে চাইছে CBI।”

লক্ষ্মীর ভাণ্ডারের টাকাতে কী চলছিল? গ্রেফতার কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক কর্মী, বিরাট অভিযোগ! 

advertisement

মাছ তো নয়, ‘মহৌষধ’! ভিটামিন D ভরপুর… খেলেই গলবে মেদ! সুগার, প্রেশার, অবসাদ নিমেষে উধাও!

নির্যাতিতার বাবা আরও বলেন, “CBI বলছে তদন্ত চলছে, কিন্তু বাস্তবে কিছুই হচ্ছে না। আমরা যেটুকু আশা নিয়ে অপেক্ষা করেছিলাম, আজকের ঘটনার পর সেই আশা ভেঙে চুরমার হয়ে গেছে। আমরা বিশ্বাস করি না CBI আদৌ সত্য সন্ধান করছে বলে।”

advertisement

নির্যাতিতার মা বলেন, “আমার মেয়ে যাতে ন্যায়বিচার পায়, তার জন্য আদালত আর জনআন্দোলনই এখন একমাত্র পথ। আমরা এবার ন্যায়ের জন্য রাজ্যবাসীর দ্বারস্থ হচ্ছি।”

এই পরিস্থিতিতে নির্যাতিতার পরিবার ঘোষণা করেছেন, ৯ আগস্ট তাঁরা একটি বৃহৎ ‘নবান্ন অভিযান’-এর ডাক দিচ্ছেন। তাঁদের দাবি, দেশ ও রাজ্যবাসীকে তাঁদের পাশে দাঁড়াতে হবে। তাঁদের কথায়, “এই লড়াই কোনও এক পরিবার বা এক মেয়ের নয়, সমস্ত নারীর নিরাপত্তার লড়াই। যারা বিচার চায়, তাদের সবাইকে ৯ আগস্ট আমাদের সঙ্গে রাস্তায় নামতে হবে।”

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
'সঞ্জয় রাইয়ের ঘাড়ে দায় চাপিয়ে...' CBI-এ আস্থা হারিয়ে বড় পদক্ষেপ RG Kar নির্যাতিতার পরিবারের! ৯ অগাস্ট নবান্ন অভিযানের ডাক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল