TRENDING:

এন্টালিতে আগুনের জেরে আতঙ্কে লোরেটো কনভেন্টের পড়ুয়ারা

Last Updated:

ঘিঞ্জি এলাকার আগুন আতঙ্ক ঢুকল স্কুলেও। একসময় এন্টালির মতিশীল এলাকার লোরেটো কনভেন্ট স্কুলে আগুন ছড়িয়ে পড়ার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ঘিঞ্জি এলাকার আগুন আতঙ্ক ঢুকল স্কুলেও। একসময় এন্টালির মতিশীল এলাকার লোরেটো কনভেন্ট স্কুলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। তীব্র আতঙ্ক দেখা দেয় খুদে পড়ুয়াদের মধ্যে। আতঙ্ক ছড়িয়ে পড়ে পাশের বস্তিতেও। অবশ্য, দমকলকর্মীদের তৎপরতায় শেষপর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সকলেই।
advertisement

গ্যাস সিলিন্ডার ফেটে আগুন। গলগল করে বেরোচ্ছে ধোঁয়া। চারদিকে ব্যস্ততা, চিৎকার। তাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নির্মীয়মাণ ওই বহুতল থেকে ঢিলছোড়া দূরত্বে লোরেটো কনভেন্ট স্কুল। অগ্নিকাণ্ডের সময় পুরোদমে চলছিল ক্লাস। ফলে, আতঙ্ক গ্রাস করে খুদে পড়ুয়াদেরও।

ঘিঞ্জি এলাকা হওয়ায় ঘটনাস্থলে ঢুকতে সাময়িক ভাবে অসুবিধায় পড়ে দমকলও। তাতে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পড়ুয়াদের অভিভাবক সকলেই আশঙ্কিত হয়ে পড়েন। ছুটি হওয়ার আগেই অভিভাবকরা ভিড় জমান স্কুলের গেটে। শেষপর্যন্ত অবশ্য সব আশঙ্কা দূর করে দ্রুত আগুন আয়ত্তে আনে দমকল। স্বস্তির শ্বাস ফেলেন সকলেই।

advertisement

ফের শহরে অগ্নিকাণ্ড। গ্যাস সিলিন্ডার ফেটে বিধ্বংসী আগুন এন্টালির নির্মীয়মাণ বহুতলে। জখম ১২ জন। হুড়োহুড়িতে ছাদ থেকে পড়ে গিয়ে আহত হন কয়েকজন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন আয়ত্তে আনতে বেগ পেতে হয় দমকলকেও। দেরিতে আসার অভিযোগে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা।

এন্টালিতে লোরেটো কনভেন্ট স্কুলের পাশে মোতিঝিল এলাকা। ঘিঞ্জি ওই এলাকায় বহুদিন ধরেই একটি আবাসনের নির্মাণ কাজ চলছিল। সোমবার দুপুরে সিলিন্ডার ফেটে আগুন লাগে ওই আবাসনে।

advertisement

খবর পেয়ে একে একে ঘটনাস্থলে আসে দমকলের দশটি ইঞ্জিন। আসে পুলিশ। কিন্তু, ঘিঞ্জি এলাকায় দমকল ঢুকতে গিয়ে অসুবিধায় পড়ে। দেরিতে আসার অভিযোগে মকল ও পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দাদের হাতে দমকলকর্মীরা আক্রান্ত হন বলেও অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে যান ডিসি ইএসডি দেবস্মিতা দাস। বিক্ষোভের মুখে পড়েন তিনিও।

এলাকার এই বহুতলটিতে দীর্ঘদিন ধরেই নির্মাম কাজ চলছিল। নির্মীয়মাণ বহুতলটির একতলায় অনেকেই থাকতেন। দমকলকর্মীরা তাঁদের নিরাপদে সরিয়ে নিয়ে যান। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। হুড়োহুড়ির মধ্যে কয়েকজন ছাদ থেকে পড়ে গিয়ে আহত হন। অ্যাম্বুলেন্স না থাকায় দমকলের গাড়িতে করেই আহতদের হাসপাতালে পাঠানো হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও। কীভাবে আগুন লাগল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
এন্টালিতে আগুনের জেরে আতঙ্কে লোরেটো কনভেন্টের পড়ুয়ারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল