নির্বাচনে ক্লিন সুইপ তৃণমূলের! জেলা পরিষদের ফল প্রকাশ্যে আসতেই দেখা গেল একের পর এক জেলা পরিষদে ঘাসফুল ঝড়। কোথাও কোথাও দাঁত ফোটাতেও পারেনি বিরোধীরা। রাজ্যের আট আটটি জেলা পরিষদ বিরোধীশূন্য।
রাজ্যের ১৩ জেলায় শূন্য বিজেপি। উত্তরবঙ্গের ৪ জেলায় শূন্য বিজেপি। দক্ষিণবঙ্গের ৯ জেলায় খাতাই খুলতে পারেনি গেরুয়া শিবির। লোকসভায় ভাল ফলের পরেও বিধানসভা ও বর্তমান পঞ্চায়েত নির্বাচনে এসে কার্যত মুখ থুবড়ে পড়েছে প্রধান বিরোধী দল।
advertisement
আরও পড়ুন : উত্তরে আশাতীত ফল! গ্রামের পর গ্রাম দখল তৃণমূলের! ২০২৪ নিয়ে চিন্তা বাড়ল গেরুয়া শিবিরে
প্রসঙ্গত, ২০২৪ এর লোকসভা নির্বাচন দোরগোড়ায়। আর তারই মধ্যে বাংলার পঞ্চায়েতের ফলাফল। শাসকদলের তুমুল জয় নিঃসন্দেহে উদ্বেগ বাড়াবে কেন্দ্রের বিজেপি সরকারের। বিশেষ করে বিজেপিকে চিন্তায় ফেলে দিল উত্তরবঙ্গ, জঙ্গলমহল ও মতুয়া ঠাকুরনগর। উত্তর থেকে সাতটি আসন গত লোকসভা ভোটে পেয়েছিল গেরুয়া শিবির। একুশের বিধানসভা ভোটে খানিকটা ধাক্কা খেলেও গড় পুরোপুরি ভেঙে পড়েনি। কিন্তু পঞ্চায়েতের ফল প্রকাশ্যে আসতেই দেখা গেল ভরাডুবি দশা। অন্যদিকে এই জয় নিঃসন্দেহে অক্সিজেন যোগাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে।