আসন্ন পঞ্চায়েত ভোটেও কি তা হলে সাগরদিঘি মডেল?
একা কোনও দলের পক্ষে তৃণমূলকে হারানো কঠিন বুঝেই কি মহাজোটের বার্তা?
নিচুতলায় কি এবার হাত মেলাবে বাম-কংগ্রেস-বিজেপি?
তৃণমূল বিরোধী ভোট যাতে ভাগ না হয় সেই লক্ষ্যেই কি এই মহাজোট-কৌশল? বিজেপি নেতাদের মন্তব্যে জোরালো হচ্ছে সেই জল্পনা। ‘‘যেখানে আমাদের ভোটার নেই, সেখানে প্রার্থী দেওয়া হবে না। মানুষ ঠিক করবে কী করবে।’’ বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
advertisement
মহাজোটের জন্য নিজেদের সাংগঠনিক দুর্বলতার কথাও স্বীকার করে নিচ্ছে বিজেপি। 'মানুষই আমাদের ভরসা'। বললেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য।
বিরোধীদের চোখে সাগরদিঘি মডেল। মহাজোট। তৃণমূলের চোখে বাম-বিজেপি-কংগ্রেসের মধ্যে অশুভ আঁতাতের অভিযোগ খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। বিরোধী ভোট ভাগ হলে তৃণমূলের লাভ। তৃণমূল যাতে এই লাভ ঘরে তুলতে না পারে তার জন্য পঞ্চায়েত ও লোকসভা ভোটের আগে সাগরদিঘি মডেলকেই অস্ত্র করতে চাইছে বিরোধীরা। অনেকে বলছেন, সামনের পঞ্চায়েত ভোটই সাগরদিঘি মডেলের লিটমাস টেস্ট। এই টেস্টে পাশ করলে ছাব্বিশের বিধানসভা ভোটেও সাগরদিঘি মডেলকে হাতিয়ার করতে পারে বিরোধীরা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।