TRENDING:

Panchayat Election: পঞ্চায়েত ভোটেই মহাজোটের 'লিটমাস' টেস্ট! তৃণমূল বিরোধী ভোট ভাগ না হওয়ার লক্ষ্যেই কি বিরোধীদের মহাজোট কৌশল?

Last Updated:

সাগরদিঘিতে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর জয়। বিজেপির ভোটও হাত শিবিরের ঘরে। আর এতেই পরাজিত তৃণমূল। মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: বিরোধী ভোট এক জায়গায়। জেতা আসন হাতছাড়া তৃণমূলের। সাগরদিঘি মডেল ঘিরে এখন জোর চর্চা। পঞ্চায়েত ভোটেও কি কার্যত এরকম মহাজোট দেখা যাবে ? বিজেপি নেতাদের মন্তব্যে এখন জোর জল্পনা। অনেকেই মনে করছেন, পঞ্চয়েত ভোটেই হবে মহাজোটের লিটমাস টেস্ট। সাগরদিঘিতে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর জয়। বিজেপির ভোটও হাত শিবিরের ঘরে। আর এতেই পরাজিত তৃণমূল। মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। আর তারপর থেকেই পঞ্চায়েত ভোটমুখী বঙ্গে সাগরদিঘি মডেল নিয়ে জোর চর্চা। বারবার বিজেপি নেতাদের গলায় মানুষের মহাজোটের বার্তা।
তৃণমূল বিরোধী ভোট ভাগ না হওয়ার লক্ষ্যেই কি বিরোধীদের মহাজোট কৌশল?
তৃণমূল বিরোধী ভোট ভাগ না হওয়ার লক্ষ্যেই কি বিরোধীদের মহাজোট কৌশল?
advertisement

আসন্ন পঞ্চায়েত ভোটেও কি তা হলে সাগরদিঘি মডেল?

একা কোনও দলের পক্ষে তৃণমূলকে হারানো কঠিন বুঝেই কি মহাজোটের বার্তা?

নিচুতলায় কি এবার হাত মেলাবে বাম-কংগ্রেস-বিজেপি?

তৃণমূল বিরোধী ভোট যাতে ভাগ না হয় সেই লক্ষ্যেই কি এই মহাজোট-কৌশল? বিজেপি নেতাদের মন্তব্যে জোরালো হচ্ছে সেই জল্পনা। ‘‘যেখানে আমাদের ভোটার নেই, সেখানে প্রার্থী দেওয়া হবে না। মানুষ ঠিক করবে কী করবে।’’ বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

advertisement

মহাজোটের জন্য নিজেদের সাংগঠনিক দুর্বলতার কথাও স্বীকার করে নিচ্ছে বিজেপি। 'মানুষই আমাদের ভরসা'। বললেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য।

আরও পড়ুন- সারদা চিটফান্ড কাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে ‘হতাশ’ বঙ্গ বিজেপি? প্রধানমন্ত্রীকে চিঠিতে কী লিখলেন শুভেন্দু?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিরোধীদের চোখে সাগরদিঘি মডেল। মহাজোট। তৃণমূলের চোখে বাম-বিজেপি-কংগ্রেসের মধ্যে অশুভ আঁতাতের অভিযোগ খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। বিরোধী ভোট ভাগ হলে তৃণমূলের লাভ। তৃণমূল যাতে এই লাভ ঘরে তুলতে না পারে তার জন্য পঞ্চায়েত ও লোকসভা ভোটের আগে সাগরদিঘি মডেলকেই অস্ত্র করতে চাইছে বিরোধীরা। অনেকে বলছেন, সামনের পঞ্চায়েত ভোটই সাগরদিঘি মডেলের লিটমাস টেস্ট। এই টেস্টে পাশ করলে ছাব্বিশের বিধানসভা ভোটেও সাগরদিঘি মডেলকে হাতিয়ার করতে পারে বিরোধীরা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat Election: পঞ্চায়েত ভোটেই মহাজোটের 'লিটমাস' টেস্ট! তৃণমূল বিরোধী ভোট ভাগ না হওয়ার লক্ষ্যেই কি বিরোধীদের মহাজোট কৌশল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল