আরও পড়ুন: ‘কমিশন ভুল করলে শোধরাবে কে?’ হাইকোর্টে শুনানিতে উঠল প্রশ্ন
নির্বাচনী প্রক্রিয়ায় রাজ্যের হস্তক্ষেপ প্রসঙ্গে ফের একবার প্রশ্ন তোলেন বিচারপতি সুব্রত তালুকদার ৷ তিনি পঞ্চায়েত সচিব নীলাঞ্জন শান্ডিল্যকে এদিন বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় রাজ্য কেন হস্তক্ষেপ করছে ? এই প্রসঙ্গে পঞ্চায়েত সচিবের যুক্তি, নির্বাচনী প্রক্রিয়ার জেরে রাজ্যের উন্নয়ন থমকে গিয়েছে ৷ একইসঙ্গে তিনি আদালতকে জানান, ‘নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করে কমিশন ৷ আর কমিশন যদি কোনও সমস্যায় পড়ে তাহলে কমিশনকে সাহায্য করবে রাজ্য সরকার ৷’ পঞ্চায়েত সচিবের এহেন উত্তরে সন্তোষ প্রকাশ করেন বিচারপতি সুব্রত তালুকদার ৷
advertisement
আরও পড়ুন: হস্টেলের ঘরেই আত্মহত্যা আইআইটি কানপুরের দলিত ছাত্রের, মিললছেঁড়া সুইসাইড নোট
এর পাশাপাশি এদিন পঞ্চায়ত সচিব মুখ্যমন্ত্রীর সুরে তাল মিলিয়ে বলেন, ‘রমজান মাসে ভোট অসম্ভব ৷ তার আগেই ভোট সম্পন্ন করতে হবে ৷’ একইসঙ্গে সুষ্ঠভাবে নির্বাচন করতে কমিশনকে নির্ধারিত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ সেকথা আবারও এদিন মনে পঞ্চায়ত সচিবকে স্মরণ করিয়ে দেন ৷ যদিও এ প্রসঙ্গে পঞ্চায়েত সচিব আদালতকে আশ্বস্ত করে জানিয়েছেন যে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই যথাযথ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা চলছে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে ৷