সকাল থেকেই রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের বহির্বিভাগে দেখা যায় উপচে পড়া ভিড়। চিকিৎসার জন্য দূর দুরান্ত থেকে হাজির হন রোগীরা। কিন্তু লম্বা লাইনে দাঁড়ানোর পরও অনেক সময়েই দেখা যায় সময় পেরিয়ে গেলেও হাসপাতালের বহির্বিভাগ বন্ধ! বহির্বিভাগ নির্দিষ্ট সময়ে খোলে না! এমনই ভুরিভুরি অভিযোগ প্রত্যক্ষ করেছেন রাজ্যের স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। আর সেই সমস্যা সমাধানের জন্যই এবার নয়া নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর।
advertisement
আরও পড়ুন – Breaking News: সকাল সকাল শেখ শাহজাহানের বাড়িতে ED, তালা ভেঙে ঢুকল তদন্তকারী সংস্থা
নতুন নির্দেশিকাতে জানানো হয়েছে, সরকারের ঠিক করে দেওয়া সময় সকাল ন’টার মধ্যেই চালু করতে হবে হাসপাতালের সমস্ত বহির্বিভাগ। প্রতিদিন সকাল নটা বেজে পনেরো মিনিটের মধ্যে রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দিষ্ট মোবাইল নম্বরে এস এম এস করে বহির্বিভাগ খোলার খবর সুনিশ্চিত করতে হবে। এর ফলে হাসপাতালে আসা দূরদূরান্ত মানুষকে চিকিৎসার জন্য বেশি সময় অপেক্ষা করতে হবে না, পাশাপাশি চিকিৎসক দেরিতে আসার অভিযোগও অনেকাংশে কমবে, এমনই মত রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকদের।
এ বিষয়ে রাজ্যের অন্যতম পুরনো মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের এম এস ভি পি চিকিৎসক অঞ্জন অধিকারি জানান, “খুবই ভাল বিষয়, রোগীদের সুবিধার কথা মাথায় রেখেই এই ভাল উদ্যোগ স্বাস্থ্য ভবনের। আমরা সঠিক চিকিৎসা সঠিক সময়ে দেওয়ার পক্ষে, তাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কখনও ফোনের মাধ্যমে কখনও ফিজিক্যালি খবর রাখি রোজই যে সঠিক সময় ও পি ডি চালু হয়েছে কি না। এবার থেকে সেই রিপোর্ট স্বাস্থ্য ভবনকেও এস এম এস করে জানাব।”
এই বিষয়ে এস এস কে এম হাসপাতালে চিকিৎসা করাতে আসা দক্ষিণ ২৪ পরগনা জেলার লক্ষ্মীকান্তপুরের বাসিন্দা অপূর্ব দাস জানান, “খুবই ভাল উদ্যোগ, আমরা যাঁরা ভোরবেলা থেকে চিকিৎসার জন্য আসি সরকারি হাসপাতালে তাঁদের পক্ষে ভাল হবে, কারণ অনেক সময় ডাক্তারবাবুদের দেরি হয়। কিন্তু সেই জন্যে আমাদের মত মানুষদের সমস্যায় পড়তে হয়।”
Onkar Sarkar