TRENDING:

হাসপাতালের গাফিলতিতে করা গেল না অঙ্গদান

Last Updated:

গড়িয়ার শোভনা সরকার বা বসিরহাটের স্বর্ণেন্দু হয়ে ওঠা হল না ঢাকুরিয়ার মেঘলা বর্মনের। তার পরিবারের অভিযোগ, হাসপাতালের গাফিলতিতেই মেঘলা বর্মনের অঙ্গদান করা সম্ভব হয়নি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গড়িয়ার শোভনা সরকার বা বসিরহাটের স্বর্ণেন্দু হয়ে ওঠা হল না ঢাকুরিয়ার মেঘলা বর্মনের। তার পরিবারের অভিযোগ, হাসপাতালের গাফিলতিতেই মেঘলা বর্মনের অঙ্গদান করা সম্ভব হয়নি। যদিও বাইপাসের ধারে পঞ্চসায়রের ওই বেসরকারি হাসপাতাল এই ব্যাপারে কোনও কথা বলতে চায়নি।
advertisement

শনিবার ঢাকুরিয়ার বাসিন্দা একান্ন বছর বয়সী মেঘলা বর্মনের সেরিব্রাল অ্যাটাক হয়। তড়িঘড়ি কেপিসি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলেও পরে বাইপাসের ধারে পঞ্চসায়রের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মেঘলা বর্মন।সেই রাতেই হাসপাতালের তরফে ব্রেন ডেথের কথা জানানো হয়। সময় নষ্ট না করে বর্মন পরিবার অঙ্গদানের সিদ্ধান্ত নেয়। রবিবারই সেই সিদ্ধান্ত জানানো হয় হাসপাতালকে।পরিবারের অভিযোগ, হাসপাতাল সেই আবেদন নাকচ করে দেয়।

advertisement

এরপরেই পরিবারের তরফে স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়। সোমবার স্বাস্থ্য দফতরের এক প্রতিনিধি দল মেঘলা বর্মনের চিকিৎসার রিপোর্ট দেখার পরে অঙ্গদানের ব্যাপারে সবুজ সঙ্কেতও দেয়।  তবে সোমবার সন্ধেবেলাতেই হাসপাতালের তরফে ফের জানিয়ে দেওয়া হয়, চোখ ছাড়া মেঘলা বর্মনের অন্য অঙ্গ দান করা যাবে না সংক্রমণের জন্য। এই ঘটনায় শোকতপ্ত পরিবার হাসপাতালকেই দুষছেন। তাদের অভিযোগ, টাকার জন্য এই ঘটনা ঘটিয়েছে হাসপাতাল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এর আগে গড়িয়ার শোভনা সরকার, হসিরহাটের স্বর্ণেন্দুর অঙ্গদান হয়েছিল। সচেতনতা তৈরি হয়েছিল মেঘলা বর্মনের পরিবারেও। কিন্তু হাসপাতালের  অসেচতনতার অভিযোগে সেই স্বপ্ন পূরণ হল না বর্মন পরিবারের।

বাংলা খবর/ খবর/কলকাতা/
হাসপাতালের গাফিলতিতে করা গেল না অঙ্গদান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল