ইউনেস্কোর তরফে আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছে বাংলার দুর্গোৎসব। আর সেই উপলক্ষেই বৃহস্পতিবার ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার আয়োজিত এদিনের অনুষ্ঠানে কলকাতার পুজো কমিটিগুলিও অংশ নেয়৷ সরকারি উদ্যোগে সেই শোভাযাত্রাকেই কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
আরও পড়ুন- নিম্নচাপের চোখরাঙানি! আগামী ২৪ ঘণ্টা প্রবল বর্ষণ উত্তরবঙ্গে! দক্ষিণেও ঝড়-বৃষ্টির সতর্কতা
advertisement
রাজ্যজুড়ে দুর্নীতি ইস্যুতে আন্দোলন শুরু করেছে প্রধান বিরোধী দল বিজেপি। শুভেন্দু অধিকারী-সহ বঙ্গ বিজেপির নেতারা লাগাতার আন্দোলন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। আগামী ১৩ সেপ্টেম্বর 'চোর ধরো জেল ভরো' এই স্লোগানকে সামনে রেখে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। এবার ইউনেস্কোর তরফে বাংলার দুর্গাপুজোর হেরিটেজ সম্মান নিয়েও সরকার তথা শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ পদ্ম শিবিরের৷