TRENDING:

সনিয়ার চিঠি খার্গের পাঠ, রাজনৈতিক তরজায় জমজমাট উনিশের ব্রিগেড

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ব্রিগেডের সমাবেশে উপস্থিত না থেকেও থাকলেন সনিয়া গান্ধি। ঐতিহাসিক সমাবেশের সাফল্য কামনা করে মোদি সরকারের বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের ডাক দিয়েছেন সনিয়া। কংগ্রেসের দূত হিসেবে সেই চিঠি পড়ে শোনান মল্লিকার্জুন খার্গে।
advertisement

মমতা খার্গেকে বলছেন আপনি বলুন, কিছু পড়ার থাকলে পড়ুন...

উনিশের ব্রিগেড সমাবেশে উপস্থিত নেই সনিয়া গান্ধি। কিন্তু, তাৎপর্যপূর্ণ হয়ে উঠল মহাজোট নিয়ে তাঁর বার্তা। চিঠিতে সমাবেশে উপস্থিত জনতাকে কী বার্তা দিলেন তিনি?

দেশের কৃষক থেকে সীমান্তরক্ষী সকলেই সংকটে। যুবকদের চাকরি নেই। কৃষকরা উদ্বেগে। মৎস্যজীবীরা চরম ক্ষতির মুখে। সবমিলিয়ে, পুরো দেশই প্রবল চাপে। অর্থনৈতিকভাবে সাধারণ মানুষ কোণঠাসা। রাজনৈতিকভাবে দেশের সব প্রতিষ্ঠানের ভিতই ক্ষয়ে যাচ্ছে। সামাজিকভাবে দেশের বহুত্ববাদকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এমন একটা সময়ে আগামী লোকসভা নির্বাচন মামুলি ব্যাপার নয়। এই নির্বাচন গণতন্ত্রের উপর বিশ্বাস ফিরিয়ে আনার লড়াই। ধর্মনিরপেক্ষতা ও ঐতিহ্য রক্ষার লড়াই। যে শক্তি আমাদের সংবিধান ধ্বংসের চেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে লড়াই। মতবাদ আলাদা হলেও, এই সমাবেশ বহু রাজনৈতিক দলকে একজোট করেছে। এই জোটশক্তিই উদ্ধত বিজেপির বিরুদ্ধে লড়াই করবে। সমাবেশ সফল হোক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শুক্রবারই, সমাবেশের সাফল্য চেয়ে চিঠি দিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। নিজেও তুলে ধরেছিলেন দেশ জুড়ে নানা সংকটের কথা। শনিবারের ব্রিগেডে ইউপিএ চেয়ারপার্সনের একজোট হয়ে লড়াইয়ের বার্তা স্পষ্ট করে দিল মহাজোটের সমীকরণ।

বাংলা খবর/ খবর/কলকাতা/
সনিয়ার চিঠি খার্গের পাঠ, রাজনৈতিক তরজায় জমজমাট উনিশের ব্রিগেড