এবার পহেলগাঁওয়ে জঙ্গিহামলার বদলা ভারতের অপারেশন সিঁদুর। গভীর রাতে রাফাল দিয়ে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। ১৫ দিনের মাথায় ২৬ জনকে খুনের বদলা নিল ভারতীয় সেনা।
advertisement
বুধবার এই প্রত্যাঘাতের খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়েন বিতান অধিকারীর স্ত্রী সোহিনী। তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘সরকার যে পদক্ষেপ নিয়েছে, তার উপরে পূর্ণ আস্থা আছে৷ আমার স্বামী নিশ্চয়ই যা হয়েছে সব দেখছে৷ আমার সিঁদুর ওরা কেড়ে নিয়েছে, আর কারও সিঁদুর যেন কেড়ে নিতে না পারে৷’
‘অপারেশন সিঁদুর’ নাম দিয়ে নিকেশ করা হয়েছে মোট ৯টি সন্ত্রাসবাদী ঘাঁটিকে। নির্ভুল প্রত্যাঘাতে পহেলগাঁওয়ে জঙ্গিহামলার বদলা নিল ভারতীয় সেনাবাহিনী। এই হামলায় কমপক্ষে ১০০ জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে সূত্রের খবর। পাকিস্তানের সীমান্ত পেরিয়ে সেনারা জঙ্গিঘাঁটি ধ্বংস করে নিরাপদে ফিরে আসে।
বিশ্বজিৎ সাহা