আরও পড়ুন: কী অবস্থা! হেঁটে বাথরুম যেতে পারছেন না, সেল-এর বাইরেই ড্রামের জলে মগ ডুবিয়ে স্নান করছেন পার্থ
পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে, ওই ব্যক্তির বয়স ৫৫ বছর। গত মাসে তাঁর বিরুদ্ধে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দাযের করেন ভিক্টোরিয়ার কিউরেটর। তিনি অভিযোগে বলেন, নিয়মিত দৈনিক টিকিটের পাশাপাশি বার্ষিক টিকিটও বিক্রি করা হয়। সেই টিকিটের টাকাই শেষ ১৩ বছর ধরে সরাচ্ছিলেন বলে অভিযোগ স্বপন দে। ২০১৯ সালে তিনি যে টিকিটের হিসাব দিয়েছিলেন, তাতেই প্রথমবার অভিযোগ ধরা পড়ে। তার পরেই অভিযোগ উঠতে থাকে।
advertisement
আরও পড়ুন- মহিলাকে অপমান! আবাসনে ঢুকে বিজেপি নেতারই সম্পত্তি গুঁড়িয়ে দিল যোগীর বুলডোজার
পুলিশের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, এই টাকার অঙ্কের পরিমাণ আরও বাড়তে পারে। পুলিশের অনুমান, এই বিষয়ে জড়িয়ে রয়েছেন আরও কয়েকজন। সেই বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসারেরা। কিন্তু দিনের পর দিন কী ভাবে এই বিপুল পরিমাণ অর্থের তছরূপ হল, তা নিয়েই চিন্তা করছে প্রশাসন।
শঙ্কু সাঁতরা
