পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বাসিন্দা উত্তম কেরলে গিয়েছিলেন কাজ করতে ৷ সেখানে কাঠের মিস্ত্রির কাজ করতেন তিনি ৷ কিছুদিন আগেই বাড়ি ফিরেছিলেন উত্তম ৷ সঙ্গে আজানা জ্বর ৷ কিন্তু ওষুধে জ্বর না কমায় শেষ পর্যন্ত বুধবার ভোরে বেলেঘাটায় ভর্তি করা হয় তাঁকে ৷
এই নিয়ে সংখ্যাটা চারে গিয়ে ঠেকল ৷ আগে থেকেই শেখ সফিকুল, আশিক মণ্ডল এবং রাজেশ মণ্ডল নামের তিন ব্যক্তি ভর্তি রয়েছেন বেলেঘাটা আইডিতে ৷ তবে আজই সফিকুলকে ছেড়ে দেওয়ার কথা ৷
advertisement
আরও পড়ুন: ঘরের ছেলের ঘরে ফেরার অপেক্ষা! নিপা আতঙ্কে ভুগছে ভিনরাজ্যে কাজে যাওয়া শ্রমিকদের পরিবার
রাজ্যে উত্তরোত্তর বাড়ছে নিপা আতঙ্ক ৷ সুদূর দক্ষিণ থেকে এ রাজ্যেও কী থাবা বসাতে চলেছে মারণ ভাইরাস নিপা ? প্রায়ই কেরলে কাজ করতে যাওয়া শ্রমিকদের আজানা জ্বরে আক্রান্ত হওয়ার খবর আসছে ৷ ইতিমধ্যেই কেরলে নিপা ভাইরাসের আক্রমণে মৃত্যু হয়েছে ১৩ জনের ৷ প্রথমে অনুমান করা হয়েছিল, বাঁদুড় আর শুয়োর থেকেই ছড়িয়েছে নতুন এই ভাইরাস ৷ কিন্তু পরে বলা হয়, নিপার বাহক অন্য কোনও পশুও হতে পারে ৷ ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে কেরলের চার জেলায় ৷ নিষিদ্ধ হয়েছে পর্যটনও ৷ কিন্তু এখনও এই রোগের সঠিক উৎস খুঁজে পাওয়া যায়নি ৷
আরও পড়ুন: নিপা আতঙ্কে চাহিদা বাড়ছে N95 মাস্কের, বেলেঘাটা আইডি-র আইসোলেশন ওয়ার্ডে মাস্ক বাধ্যতামূলক