TRENDING:

এবার আক্রান্ত বাংলাদেশি, নিপা সন্দেহে ভর্তি বেলেঘাটায়

Last Updated:

ফের নিপা আতঙ্ক শহরে ৷ নিপা সন্দেহে বেলেঘাটা আইডিতে এবার ভর্তি হলেন এক বাংলাদেশি পড়ুয়া ৷ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে খুয়াদ বিন জাফরকে ৷ কলকাতার এক বেসরকারি ইনজিনিয়ারিং কলেজের ছাত্র খুয়াদ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ফের নিপা আতঙ্ক শহরে ৷ নিপা সন্দেহে বেলেঘাটা আইডিতে এবার ভর্তি হলেন এক বাংলাদেশি পড়ুয়া ৷ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে খুয়াদ বিন জাফরকে ৷ কলকাতার এক বেসরকারি ইনজিনিয়ারিং কলেজের ছাত্র খুয়াদ ৷ বেশ কিছুদিন ধরেই জ্বর ও মাথা ব্যথায় কাবু ছিলেন তিনি ৷ প্রাথমিক চিকিৎসার পরেও জ্বর না কমায় তাঁকে এদিন হাসপাতালে ভর্তি করা হয় ৷ তবে তাঁর রক্ত পরীক্ষা না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷
advertisement

গতকালও শহরে সম্ভাব্য নিপা আক্রান্ত এক সেনা জওয়ানের মৃত্যুতে উদ্বেগ ছড়িয়েছে ৷ সদ্য কেরল থেকে ফেরা ওই জওয়ানের নাম শ্রীনু ৷ নিপাতেই মৃত্যু কিনা, সে-ব্যাপারে নিশ্চিত হতে মৃত জওয়ানের বডি ফ্লুইড বা দেহরস পুনেতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন: নিপা আতঙ্কে চাহিদা বাড়ছে N95 মাস্কের, বেলেঘাটা আইডি-র আইসোলেশন ওয়ার্ডে মাস্ক বাধ্যতামূলক

advertisement

অন্যদিকে, নিপা সন্দেহে গতকালও বেলেঘাটা আইডিতে ভর্তি হয়েছেন ঘাটালের এক বাসিন্দা। কেরলে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন উত্তম ভৌমিক। তবে বুধবার আইডি থেকে ছাড়া পেয়েছেন নিপা সন্দেহে ভর্তি সফিকুল শেখ। তাঁর শরীরে নিপার লক্ষণ নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এই মুহূর্তে রাজ্যে নিপা সন্দেহে ৩ জনের চিকি‍ৎসা চলছে। স্বাস্থ্য দফতরের দাবি, পরিস্থিতি সম্পুর্ণ নিয়ন্ত্রণে। রাজ্যে এখনও পর্যন্ত নিপায় আক্রান্ত হওয়ার কোনও ঘটনাই ঘটেনি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
এবার আক্রান্ত বাংলাদেশি, নিপা সন্দেহে ভর্তি বেলেঘাটায়