TRENDING:

মেরামতির জন্য বন্ধ থাকছে কলকাতার আরও একটি সেতু

Last Updated:

২২ অগাস্ট থেকে ২৫ অগাস্ট বন্ধ থাকবে অরবিন্দ সেতু। ৭২ ঘণ্টা বন্ধ থাকবে ট্রাম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মেরামতির জন্য বন্ধ থাকছে কলকাতার আরও একটি সেতু। ২২ অগাস্ট থেকে ২৫ অগাস্ট বন্ধ থাকবে অরবিন্দ সেতু। ৭২ ঘণ্টা বন্ধ থাকবে ট্রাম।
advertisement

খান্নাগামী ছোট গাড়ি, অটো অরবিন্দ সেতুতে ওঠার আগে বাঁ দিকে বেঁকে কবিরাজবাগান লেন-ক্যানাল ইস্ট রোড-বেইলি ব্রিজ-ক্যানাল ওয়েস্ট রোড-নীরদবিহারী মল্লিক স্ট্রিট-রাজা দীনেন্দ্র স্ট্রিট-অরবিন্দ সরণি হয়ে খান্না মোড়ে পৌঁছবে।

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

উল্টোডাঙাগামী ছোট গাড়ি অটো অরবিন্দ সরণি-দীনেন্দ্র স্ট্রিট ক্রসিং থেকে বাঁদিকে দীনেন্দ্র স্ট্রিট-উল্টোডাঙা রোড-ক্যানাল ওয়েস্ট রোড-বেইলি ব্রিজ-ক্যানাল ইস্ট রোড-উল্টোডাঙা মেন রোড হয়ে যাবে হাডকো মোড়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
মেরামতির জন্য বন্ধ থাকছে কলকাতার আরও একটি সেতু