TRENDING:

কলকাতায় গ্রেফতার আরও এক আলকায়দা জঙ্গি

Last Updated:

কলকাতায় গ্রেফতার আরও এক আলকায়দা জঙ্গি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #কলকাতা: কলকাতা থেকে গ্রেফতার আরও এক আলকায়দা জঙ্গি । গতকাল গভীর রাতে শিয়ালদহ থেকে শাহদত হোসেনকে গ্রেফতার করে এসটিএফ। বাংলাদেশের বাসিন্দা শাহদতও আনসারুল্লা বাংলা টিমেরই সদস্য।
advertisement

শিয়ালদহের জগৎ শেঠ সিনেমা হলের সামনে থেকে ধৃত জঙ্গি শাহদত হোসেন বাংলাদেশের যশোর জেলার রঘুনাথপুরের বাসিন্দা ৷ ভুয়ো পরিচয়পত্র তৈরির দায়িত্বে ছিল শাহদত ৷ সামশদ ও রিয়াজুলের ভুয়ো পরিচয়পত্র সেই তৈরি করেছে ৷

ধৃত শাহদত জেরায় জানিয়েছে, ভুয়ো পরিচয়পত্র তৈরি করে সামশাদ, রিয়াজুলের মতো জঙ্গিদের সীমান্ত পারাপারে সাহায্য করত সে। শুধু জঙ্গি নয়, অস্ত্র পারাপারের কাজেও সাহায্য করত ধৃত জঙ্গি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জেরায় ধৃত স্বীকার করেছে, বেনাপোল সীমান্তে সে আত্মগোপন করেছিল। সামশাদ ও রিয়াজুলের গ্রেফতারির খবর পেয়ে পালাবার ছক কষে। সেকারণেই বেনাপোল থেকে শিয়ালদহ চলে আসে। বিএসএফ ইন্টলিজেন্সের সাহায্য নিয়ে এসটিএফ শাহদতের নাগাল পায়। সামশাদ ও রিয়াজুল ছাড়া কাদের পারাপার করেছে তা শাহদতের থেকে জানতে চাইছেন তদন্তকারীরা।

বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতায় গ্রেফতার আরও এক আলকায়দা জঙ্গি