শিয়ালদহের জগৎ শেঠ সিনেমা হলের সামনে থেকে ধৃত জঙ্গি শাহদত হোসেন বাংলাদেশের যশোর জেলার রঘুনাথপুরের বাসিন্দা ৷ ভুয়ো পরিচয়পত্র তৈরির দায়িত্বে ছিল শাহদত ৷ সামশদ ও রিয়াজুলের ভুয়ো পরিচয়পত্র সেই তৈরি করেছে ৷
ধৃত শাহদত জেরায় জানিয়েছে, ভুয়ো পরিচয়পত্র তৈরি করে সামশাদ, রিয়াজুলের মতো জঙ্গিদের সীমান্ত পারাপারে সাহায্য করত সে। শুধু জঙ্গি নয়, অস্ত্র পারাপারের কাজেও সাহায্য করত ধৃত জঙ্গি।
advertisement
জেরায় ধৃত স্বীকার করেছে, বেনাপোল সীমান্তে সে আত্মগোপন করেছিল। সামশাদ ও রিয়াজুলের গ্রেফতারির খবর পেয়ে পালাবার ছক কষে। সেকারণেই বেনাপোল থেকে শিয়ালদহ চলে আসে। বিএসএফ ইন্টলিজেন্সের সাহায্য নিয়ে এসটিএফ শাহদতের নাগাল পায়। সামশাদ ও রিয়াজুল ছাড়া কাদের পারাপার করেছে তা শাহদতের থেকে জানতে চাইছেন তদন্তকারীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 24, 2017 11:42 AM IST