অটোর ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু। মঙ্গলবার দুপুরে একজনের বাড়ি থেকে ফিরছিলেন নরেন্দ্রপুরের রেনিয়ার বাসিন্দা শিবু কর্মকার। তাঁকে ধাক্কা মারে বাঁশদ্রোণী-তিরিশ ফুট রুটের একটি অটো। রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে তাঁর। চোখেও আঘাত পান তিনি। গুরুতর আহত অবস্থায় শিবু কর্মকারকে চিত্তরঞ্জন মেডিক্যালে ভরতি করা হয়। মঙ্গলবার মারা যান তিনি ৷
advertisement
বাঁশদ্রোণীতে ‘বেপরোয়া’ অটো
সোমবার অটোর ধাক্কা সাইকেল আরোহীকে
অটোর ধাক্কায় গুরুতর আহত সাইকেল আরোহী
আহত শিবু কর্মকারকে ভরতি করা হয় হাসপাতালে
মঙ্গলবার হাসপাতালে মৃত্যু শিবু কর্মকারের
পুলিশ নিষ্ক্রিয়কতার, অভিযোগ পরিবারের
বাঁশদ্রোণীতে অভিযুক্ত অটো চালক পলাতক
২৪ ফেব্রুয়ারি দুপুরে শিবু কর্মকার, নরেন্দ্রপুরের রেনিয়ার শিবু কর্মকার। সাইকেলে করে ফিরছিল। অটো ধাক্কা মারে। বাঁশদ্রোণী-৩০ ফুট রুটের অটো। মাথায় চোট পায়। বাড়ির লোক চিত্তররঞ্জন মেডিক্যাল হাসপাতালে ভরতি করা হয়। গতকাল মারা যায়। স্থানীয়দের অভিযোগ, আগেও অটোর ধাক্কায় মৃত্যু হয়েছে। বেপরোয়া অটো চলছে। নরেন্দ্রপুর থানা তদন্ত শুরু করেনি। ঘাতক অটোকে ধরতেও পারেনি।