আরও পড়ুন: ভুয়ো আয়কর অফিসার সেজে এবার ফোন পুলিশ কমিশনারকে, দিল্লি থেকে গ্রেফতার এক
পেশায় বিউটি পার্লার কর্মী অভিষিক্তা দে সাহার মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কেষ্টপুর রবীন্দ্রপল্লীর ২৪৭ নম্বর বাড়ির তিনতলার ঘরটি বাইরে থেকে বন্ধ অবস্থায় ছিল। পুলিশ সূত্রে খবর, মৃতার স্বামী বেসরকারি সংস্থার কর্মী বুদ্ধদেব সাহা বাড়ি ফিরে বাইরে থেকে তালা খুলে ঘরে প্রবেশ করে স্ত্রীর মৃতদেহ দেখতে পান।
advertisement
আরও পড়ুন: টালবাহানার দিন শেষ অফিসারদের! সরকারি পরিকাঠামো নজরদারিতে আনা হচ্ছে অ্যাপ!
এরপরেই খবর যায় বাগুইআটি থানায়, পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অর্থাৎ অটোপসি রিপোর্ট হাতে পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ। ঘটনার তদন্তে নেমে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ নমুনা সংগ্রহ করেছে পুলিশ। ইতিমধ্যেই স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে আশেপাশের সিসিটিভি ফুটেজও।