TRENDING:

ফের শহরে গতির বলি, বেপরোয়া অটো থেকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর

Last Updated:

বেপরোয়া অটোর বলি শিশু ৷ মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ে মৃত্যু হল দেড় বছরের শিশুর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বেপরোয়া অটোর বলি শিশু ৷ মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ে মৃত্যু হল দেড় বছরের শিশুর ৷ বরাহনগরের এ কে মুখার্জি রোডে ঘটনাটি ঘটেছে ৷ ধৃত অটোচালককে গ্রেফতার করেছে পুলিশ ৷
advertisement

ফের অটো দৌরাত্ম্যে ৷ গন্তব্য স্থানে পৌঁছানোর জন্য বেপোরয়া গতিতে চলছিল অটো ৷ মঙ্গলবার সকালে শীতলমাতা থেকে সন্তানকে নিয়ে অটোতে উঠেছিলেন মা ৷ টবিন রোড যাচ্ছিলেন তিনি ৷ অটোতে ওঠার পরই বেপরোয়া গতিতে অটো চালাতে শুরু করে অভিযুক্ত অটো চালক ৷ অটোর পিছনের আসনে বসেছিলেন মা ৷ সামনেই শিশুটি দাঁড়িয়েছিল ৷ আচমকাই সামনের একটি অটোকে ওভারটেক করার চেষ্টা করে চালক ৷ সেই সময় রাস্তার পাশে একটি হাইড্রেনের উপর দিয়েই অটো নিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত অটোচালক ৷ সেই হাইড্রেনের উপর দিয়েই অটো নিয়ে যাওয়ার সময় ডানদিকের চাকা উপরে উঠে যায় ৷ আর অন্যদিকে সামনের চাকাটি ড্রেনের মধ্যে ঢুকে যায় ৷ এমনটাই অভিযোগ জানিয়েছেন শিশুটির মা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

টবিন রোড থেকে শীতলামাতা লেন রুটের অটো থেকে পড়ে শিশুটির মৃত্যু হয় ৷ শিশুটির বয়স ছিল মাত্র দেড় বছর ৷ অটো থেকে ছিটকে পড়ার পরই বারাকপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুটিকে ৷ সেখানেই শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা ৷ এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ফের শহরে গতির বলি, বেপরোয়া অটো থেকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর