পাশাপাশি ১৫১ জন bdo পদে বদলির নির্দেশিকা জারি করল নবান্ন। পাশাপাশি ৩০ জন sdo পদে বদলি এর নির্দেশিকা ও জারি করা হল নবান্নের তরফে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) শুরুর আগেই বড়সড় প্রশাসনিক রদবদল ঘোষণা করল নবান্ন। সোমবার এক নির্দেশিকায় রাজ্যের দশটি জেলার জেলাশাসককে বদলি করা হয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী SIR শুরু হওয়ার পর জেলাশাসকদের বদলি করা যায় না, তাই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
advertisement
নবান্ন সূত্রে খবর, এই রদবদল মূলত ভোটের প্রস্তুতি মাথায় রেখেই। SIR শুরুর পর বদল নিষিদ্ধ হওয়ায়, আগে থেকেই জেলাশাসকদের দায়িত্ব পরিবর্তন করা হয়েছে
উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরৎকুমার দ্বিবেদীকে স্বাস্থ্য দপ্তরের সচিব পদে স্থানান্তর করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন শশাঙ্ক শেট্টি, যিনি উত্তর ২৪ পরগনার নতুন জেলাশাসক হিসেবে দায়িত্ব নেবেন।
দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তাকে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় কোচবিহারের প্রাক্তন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা দক্ষিণ ২৪ পরগনার নতুন জেলাশাসক হিসেবে দায়িত্ব নেবেন।
এই কারণেই ফ্রিজে বরফ জমে; সহজ কৌশল কাজে লাগিয়ে মুহূর্তের মধ্যে বরফ গলিয়ে নিন, দেখে নিন কী করতে হবে!
ট্যাঙ্কের জলে পুরু ময়লার আস্তরণ…দুর্গন্ধ? ৫ মিনিটে সাফ করুন, ঝকঝকে ‘জলাধার’ নিমেষে!
মুর্শিদাবাদের জেলাশাসক রাজশ্রী মিত্রকে বদলি করা হয়েছে। মালদা জেলার প্রাক্তন জেলাশাসক নীতিন সিংহানিয়াকে মুর্শিদাবাদের নতুন জেলাশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে।
পুরুলিয়া জেলার জেলাশাসক রজত নন্দাকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর স্থানে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চিফ এক্সিকিউটিভ অফিসার কনঠাম সুধীরকে পুরুলিয়ার নতুন জেলাশাসক করা হয়েছে।
দার্জিলিং জেলার জেলাশাসক প্রীতি গোয়েলকে বদলি করে মালদা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে দার্জিলিংয়ের নতুন জেলাশাসক পদ আপাতত শূন্য রয়েছে।
বীরভূম জেলার জেলাশাসক বিধানচন্দ্র রায়কে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের মিউনিসিপাল কমিশনার ধবল জৈন।
পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝিকে বদলি করা হয়েছে। তাঁর পরিবর্তে ইউনিস রিসিন ইসমাইলকে পূর্ব মেদিনীপুরের নতুন জেলাশাসক করা হয়েছে।
ঝাড়গ্রাম জেলার জেলাশাসক সুনীল আগারওয়ালকে বদলি করে উত্তর ২৪ পরগনার বসিরহাটের অতিরিক্ত জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্করকে ঝাড়গ্রামের নতুন জেলাশাসক করা হয়েছে।
