শনিবার ওমরের ছবিটি ট্যুইট করেছেন মমতা৷ ছবিতে দেখা যাচ্ছে, হাসছেন ওমর৷ একমুখ কাঁচা-পাকা দাড়ি৷ তবে ছবিটি কবে তোলা হয়েছে, তা অবশ্য জানা যায়নি৷ মমতা ট্যুইটারে লিখেছেন, 'এই ছবিতে আমি ওমরকে চিনতেই পারিনি৷ খুব খারাপ লাগছে৷ খুবই দুর্ভাগ্যজনক যে, আমাদের গণতান্ত্রিক দেশে এটা ঘটছে৷ কবে থামবে?'
ওমরের বাবা ফারুক আবদুল্লা, আরেক প্রাক্ন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ওমর আবদুল্লা-সহ কাশ্মীরের কয়েকশো রাজনৈতিক নেতা, সমাজকর্মী, আইনজীবী ও ব্যবসায়ীকে বন্দি করে রেখেছে কেন্দ্র৷ ধারা ১০৭-এ তাঁদের বন্দি করে রাখা হয়েছে৷ এই ধারায় বলা হয়েছে, জনসাধারণে শান্তি ভঙ্গ করতে পারে, কোনও ব্যক্তি সম্পর্কে এরকম তথ্য পাওয়া গেলে, তাঁকে ৬ মাস বন্দি করে রাখা যাবে৷ এই আইনকে পাবলিক সেফটি আইন বলে৷ গত ১৭ সেপ্চেম্বর থেকে এই আইনে ফারুক আবদুল্লাতে বন্দি রাখা হয়েছে৷
৫ মাস পর সম্প্রতি জম্মু-কাশ্মীরে ২জি ইন্টারনেট পরিষেবা চালু করেছে প্রশাসন৷ তবে কোনও সোশ্যাল মিডিয়া খোলা যাবে না৷ শুধু কয়েকটি সরকারি ওয়েবসাইটই খুলবে৷