এদিন তিনি জানান, ‘যাঁরা ডিজিটাল রেশন কার্ড পাননি ৷ তাঁদের পুরনো রেশন কার্ড বহাল থাকছে ৷ পরিচয় পত্র হিসেবেও কাজ করবে ৷ পুরনো রেশন কার্ডে তোলা যাবে কেরোসিনও ৷’
জ্যোতিপ্রিয় মল্লিক আরও জানান যে পুরনো রেশন যেমন বাতিল করা হচ্ছে না তেমনই সারা বছর নতুন ডিজিটাল কার্ড বানানোর প্রক্রিয়া চলবে ৷ তবে যারা ডিজিটাল কার্ড পেয়ে গিয়েছেন বা যাবেন তারা পুরনো কার্ড বাতিল করে দিতে পারবেন ৷ ডিজিটাল কার্ড হয়ে গেলে পুরনো কার্ডে রেশন তোলা যাবে না ৷ তবে পরিচয়পত্র হিসেবে তা ব্যবহার করা যেতে পারবে ৷ বেশ কিছু জায়গায় রেশন ডিলাররা কার্ড নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে ৷ তাই এই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত করা হচ্ছে ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 03, 2017 1:30 PM IST