এরপরই 'নাটক'-এর সূত্রপাত। স্ট্রেচারে তীব্র শ্বাসকষ্টে ছটফট করছেন ৮৬ বছরের বৃদ্ধ, নিয়ে যাওয়ার সময় হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মীরা রীতিমতো তার পরিবারের সদস্যদের হুমকির সুরে বলেন, '' রোগী নিজের জামা কাপড় নিজে কাচতে পারবেন তো? আমরা কিন্তু জামাকাপড় কাচতে পারব না।'' এ'কথা শুনে ভিরমি খাওয়ার যোগাড় ছেলে সঞ্জয় মৈত্র এবং মেয়ে মৌসুমী মৈত্রের। সঞ্জয় মৈত্রের অভিযোগ, '৮৬ বছরের এক শয্যাশায়ী বৃদ্ধের যা শারীরিক অবস্থা, তা দেখে যে-কোনও স্বাভাবিক মানুষের মায়া হয়,সেখানে এদের কি শরীরে দয়া মায়া বলে কিছু নেই ? কীভাবে এই মানুষটাকে নিজের জামা কাপড় নিজে কাচার কথা বলতে পারেন এরা! আমরা এই বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানাব।'
advertisement
গোটা বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের এক আধিকারিক বলেন, আমরা চেষ্টা করছি যাতে এই ধরনের অভিযোগ না ওঠে। কেন এই অভিযোগ, কারা এই ঘটনা ঘটিয়েছে খতিয়ে দেখা হচ্ছে।
AVIJIT CHANDA