বুধবার রাতে এই ঘটনায় চাঞ্চল্য পড়ে গিয়েছে পেয়ারাবাগান অঞ্চলে ৷ সিঁথির মোড়ের কাছে মেট্রো বাইপাস এলাকার রাস্তায় যান চলাচল কম ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অপেক্ষাকৃত নির্জন এই অঞ্চলে বুধবার রাতে হঠাৎই চাপা গলায় গোঙানির শব্দ শোনা যায় ৷ শব্দের উৎস সন্ধান করে কাছে গিয়ে দেখা যায় প্লাস্টিকে মোড়া এক বৃদ্ধা পড়ে আছেন ৷
advertisement
গোঙানির শব্দ থেমে যাওয়ায় প্রথমে ভাবা হয়েছিল, তিনি মৃতা ৷ সন্দেহ করা হয়েছিল, নির্জন রাস্তায় হয়তো নিথর দেহই ফেলে গিয়েছেন ৷ কিন্তু পরে ভুল ভাঙে স্থানীয় বাসিন্দাদের ৷ খবর দেওয়া হয় সিঁথি থানায় ৷ ঘটনাস্থলে পুলিশ এসে বৃদ্ধাকে উদ্ধার করে ৷
পুলিশের কাছে বৃদ্ধা জানিয়েছেন তাঁর নাম ঠাকুরদাসী সাহা ৷ তিনি অভিযোগ করেছেন, তাঁর মেয়ে দু’জন যুবককে দিয়ে রিকশায় করে তাঁকে ওই অবস্থায় ওখানে রেখে গিয়েছে ৷
পুলিশের অনুমান, বৃদ্ধার বয়স ৮০ বছর পেরিয়েছে ৷ তিনি জানিয়েছেন, তাঁর বাড়ি চিৎপুর এলাকায় ৷ কিন্তু চিৎপুরের ঠিক কোথায়, সেটা নির্দিষ্ট করে বলতে পারেননি ৷ তাঁর সঙ্গে কথা বলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ ৷