TRENDING:

Kolkata Mysterious Death: মর্মান্তিক! কলকাতার বহুতল আবাসন থেকে পড়ে রহস্যমৃত্যু বৃদ্ধের, ১৭ তলায় মিলল চটি!

Last Updated:

kolkata Mysterious Death: বহুতলের সভাপতি জানান, সকাল ৬টায় সিকিউরিটির থেকে খবর যায় তাঁর কাছে। তিনি সিকিউরিটিকে পুলিশে খবর দেওয়ার নির্দেশ দেন। তারপর সভাপতি-সহ বাসিন্দারা নেমে দেখেন পুলিশ এসে তদন্ত শুরু করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রবিবাসরীয় সকালে মর্মান্তিক ঘটনা খাস কলকাতায়। মুকুন্দপুরের অভিজাত বহুতল আবাসনে মিলল বৃদ্ধের মৃতদেহ। নাম, রঞ্জন বোস। মুকুন্দপুরের আবাসনের ১৩ তলায় বাস করতেন তিনি। অবসরপ্রাপ্ত এই বৃদ্ধের স্ত্রী আরবিআই-তে চাকরি করেন। মেয়ে থাকেন দিল্লিতে।
কলকাতার বহুতলে ব্যক্তির মৃত্যু (প্রতীকী ছবি)
কলকাতার বহুতলে ব্যক্তির মৃত্যু (প্রতীকী ছবি)
advertisement

আরও পড়ুন: প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! কাল থেকেই বাংলার আবহাওয়ায় ভোলবদল, কোন কোন জেলা ভাসবে

রবিবার ভোরবেলায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। নিরাপত্তারক্ষীরা হঠাৎ ধপাস করে আওয়াজ পেয়ে বাইরে এসে দেখেন ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে নীচে। তারপর পুলিশে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে এনআরএস-এ নিয়ে যায় পুলিশ। সেখানেই মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে।

advertisement

বহুতলের সভাপতি জানান, ভোর ৬টায় সিকিউরিটির থেকে খবর যায় তাঁর কাছে। তিনি সিকিউরিটিকে পুলিশে খবর দেওয়ার নির্দেশ দেন। তারপর সভাপতি-সহ বাসিন্দারা নেমে দেখেন পুলিশ এসে তদন্ত শুরু করেছে।

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

সূত্রের খবর, বহুতলের ১৭ তলায় এক জোড়া চটি পাওয়া গিয়েছে। অনুমান করা হচ্ছে, সেখান থেকে ঝাঁপ দিয়েছেন বৃদ্ধ। পুলিশ ওই ব্যক্তির বাড়িতে গিয়েও জিজ্ঞাসাবাদ করেছে। তারপর দেহ নিয়ে চলে যায় ময়নাতদন্তের জন্য। আপাতত তদন্ত না এগনো পর্যন্ত কিছুই বলবে না পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Mysterious Death: মর্মান্তিক! কলকাতার বহুতল আবাসন থেকে পড়ে রহস্যমৃত্যু বৃদ্ধের, ১৭ তলায় মিলল চটি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল