আরও পড়ুন: প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! কাল থেকেই বাংলার আবহাওয়ায় ভোলবদল, কোন কোন জেলা ভাসবে
রবিবার ভোরবেলায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। নিরাপত্তারক্ষীরা হঠাৎ ধপাস করে আওয়াজ পেয়ে বাইরে এসে দেখেন ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে নীচে। তারপর পুলিশে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে এনআরএস-এ নিয়ে যায় পুলিশ। সেখানেই মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে।
advertisement
বহুতলের সভাপতি জানান, ভোর ৬টায় সিকিউরিটির থেকে খবর যায় তাঁর কাছে। তিনি সিকিউরিটিকে পুলিশে খবর দেওয়ার নির্দেশ দেন। তারপর সভাপতি-সহ বাসিন্দারা নেমে দেখেন পুলিশ এসে তদন্ত শুরু করেছে।
সূত্রের খবর, বহুতলের ১৭ তলায় এক জোড়া চটি পাওয়া গিয়েছে। অনুমান করা হচ্ছে, সেখান থেকে ঝাঁপ দিয়েছেন বৃদ্ধ। পুলিশ ওই ব্যক্তির বাড়িতে গিয়েও জিজ্ঞাসাবাদ করেছে। তারপর দেহ নিয়ে চলে যায় ময়নাতদন্তের জন্য। আপাতত তদন্ত না এগনো পর্যন্ত কিছুই বলবে না পুলিশ।
