জেল থেকে বেরিয়ে আবেগ সামলাতে পারছিলেন না সত্তোরর্ধ্ব বিজয় শীল। চশমার ভিতর থেকে চিকচিক করছিল চোখের জল। জেলের বাইরে পা রেখেই জড়িয়ে নিলেন ভাই অজয় শীলকে। জড়িয়ে নিলেন ভাইপোকেও। বিগত দু্'সপ্তাহ প্রেসিডেন্সি জেলের গারদের ভিতরে বসে, কোনওভাবেই মেনে নিতে পারছিলেন না মোদির নোট বাতিলের সিদ্ধান্তকে। জেল খাটা প্রৌঢ়ের আক্ষেপ, সুযোগই দিলেন না প্রধানমন্ত্রী।
advertisement
চলতি মাসের ১৫ তারিখ জীবন অনেকটাই পাল্টে গিয়েছিল অবসরপ্রাপ্ত এই ইঞ্জিনিয়রের। কী হয়েছিল সেদিন ?
নোটের গেরোয় গারদে!
- খোরপোশের ২ লক্ষ ২৫ হাজার টাকা দিতে পুরনো ৫০০ ও ১ হাজারের নোট নিয়ে ব্যাঙ্কশাল পরিবার আদালতে যান বিজয় শীল
- বাতিল নোটে খোরপোশ নিতে অস্বীকার করেন প্রাক্তন স্ত্রী সুমিত্রা শীল
- এনিয়ে আদালতেই দু'পক্ষের আইনজীবীর মধ্যে তুমুল বিতর্ক হয়
- শেষপর্যন্ত বিজয় শীলকে সটান ১ মাসের জেল হেফাজতে পাঠান বিচারক শ্যামল কুমার দাস
তাই নোট বাতিলকে দুষলেও প্রৌঢ়ের মতে, বিষয়টি আরও গভীরে বিবেচনা করে নির্দেশ দিতে পারতেন বিচারক।
নোট সমস্যার গেরোয় গারদে ঢুকতে হয়েছে বিজয় শীলকে। সেই নোট সমস্যার জন্য দায়ী কে? উত্তরের খোঁজে হাইকোর্টে জনস্বার্থ মামলা করতে চলেছেন প্রৌঢ়ের আইনজীবী।
এদিন নতুন নোটে খোরপোশের টাকা মেটানোর পরই জেল থেকে মুক্তি পান বিজয় শীল। ১১২টি ২০০০ টাকার নোট, ১০টি ১০০ টাকার নোটে খোরপোশের টাকা মেটান তিনি।