জানা গিয়েছে, বৃদ্ধের নাম দেবব্রত চৌধুরী, স্ত্রীয়ের নাম স্বস্তিকা চৌধুরী। দমপ্তি নিঃসন্তান। পুলিশের প্রাথমিক অনুমান, আর্থিক অভাবের কারণেই আত্মহত্যার চেষ্টা করেন বৃদ্ধ-বৃদ্ধা। দেবব্রত চৌধুরীর প্রিন্টিং প্রেস ছিল। ১০ বছর আগে তা বিক্রি করে দেন। প্রেস বিক্রির টাকা কিছুদিন আগে শেষ হয়ে যায়। ইদানিংকালে অর্থের অভাবে ভুগছিলেন।
তার উপর কোমরে চোট লাগার পর শয্যাশায়ী হয়ে পড়েন বৃদ্ধা। একদিকে শারীরিক অক্ষমতা, অন্যদিকে আর্থিক অভাব... অবসাদে ভধগছিলেন বৃদ্ধ-বৃদ্ধা। সেই থেকেই হয়তো আত্মহননের পথ বেছে নেন তাঁরা। তবে, ময়না তদন্তের রিপোর্ট না মিললে মৃত্যের সঠিক কারণ জানা যাবে না বলে জানায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 27, 2022 10:01 PM IST