TRENDING:

জোড়াবাগান এলাকায় অচৈতন্য বৃদ্ধ-বৃদ্ধা, হাসপাতালে বৃদ্ধর মৃত্যু, শঙ্কটজনক অবস্থায় বৃদ্ধা

Last Updated:

জোড়াবাগান এলাকায় রহস্যময় মৃত্যু! ১৯ নম্বর মানিকবোস ঘাট স্ট্রিটের একটি দ্বিতল আবাসনের ঘরে অচৈতন অবস্থায় মেলে বৃদ্ধ ও বৃদ্ধার দেহ। আর জি কর হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধর মৃত্যু হয়। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বৃদ্ধা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জোড়াবাগান এলাকায় রহস্যময় মৃত্যু! ১৯ নম্বর মানিকবোস ঘাট স্ট্রিটের একটি দ্বিতল আবাসনের ঘরে অচৈতন অবস্থায় মেলে বৃদ্ধ ও বৃদ্ধার দেহ। আর জি কর হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধর মৃত্যু হয়। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বৃদ্ধা।
advertisement

জানা গিয়েছে, বৃদ্ধের নাম দেবব্রত চৌধুরী, স্ত্রীয়ের নাম স্বস্তিকা চৌধুরী। দমপ্তি নিঃসন্তান। পুলিশের প্রাথমিক অনুমান, আর্থিক অভাবের কারণেই আত্মহত্যার চেষ্টা করেন বৃদ্ধ-বৃদ্ধা। দেবব্রত চৌধুরীর প্রিন্টিং প্রেস ছিল। ১০ বছর আগে তা বিক্রি করে দেন। প্রেস বিক্রির টাকা কিছুদিন আগে শেষ হয়ে যায়। ইদানিংকালে অর্থের অভাবে ভুগছিলেন।

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

তার উপর কোমরে চোট লাগার পর শয্যাশায়ী হয়ে পড়েন বৃদ্ধা। একদিকে শারীরিক অক্ষমতা, অন্যদিকে আর্থিক অভাব... অবসাদে ভধগছিলেন বৃদ্ধ-বৃদ্ধা। সেই থেকেই হয়তো আত্মহননের পথ বেছে নেন তাঁরা। তবে, ময়না তদন্তের রিপোর্ট না মিললে মৃত্যের সঠিক কারণ জানা যাবে না বলে জানায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
জোড়াবাগান এলাকায় অচৈতন্য বৃদ্ধ-বৃদ্ধা, হাসপাতালে বৃদ্ধর মৃত্যু, শঙ্কটজনক অবস্থায় বৃদ্ধা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল