TRENDING:

গড়িয়ায় রহস্যজনকভাবে ছাদ থেকে পড়ে মৃত্যু প্রৌঢ়ার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রহস্যজনকভাবে আবাসনের ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ার ৷ গতকাল রাত সাড়ে আটটা নাগাদ এমনই ঘটনা ঘটেছে গড়িয়ার বালিয়া এলাকায় ৷
advertisement

মৃতের নাম লিলি মুখোপাধ্যায় ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, প্রতিদিন সন্ধেতেই আবাসনের ছাদে হাঁটতেন ৬৫ বছরের ওই প্রৌঢ়া ৷ গতকাল সন্ধেতেও ছাদে উঠে পায়চারি করছিলেন তিনি ৷ সে সময়ই ছাদ থেকে আচমকা পড়ে গিয়ে এই ঘটনা ঘটে বলে অনুমান ৷ সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন । তবে আত্মহত্যা বা খুনের তত্ত্বও উড়িয় দিচ্ছে না পুলিশ ৷ মত্যুর সঠিক কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

advertisement

আরও পড়ুন: অপারেশন করেছিলেন ওয়ার্ড বয়, বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ মৃতার পরিবারের

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

পুলিশ আরও জানিয়েছে, লিলিদেবী পড়ে যাওয়ার সময় বিদ্যুতের তারে তাঁর শরীর ঠেকে যাওয়ায় বিকট শব্দ হয়। নিভে যায় গোটা এলাকার আলো। পরে রাস্তার উপরে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
গড়িয়ায় রহস্যজনকভাবে ছাদ থেকে পড়ে মৃত্যু প্রৌঢ়ার