TRENDING:

Oath Taking Issue: সায়ন্তিকাদের শপথ জটিলতা তুঙ্গে! রাষ্ট্রপতিকে চিঠি বিধানসভার স্পিকারের, চিঠি গেল আর কার কাছে?

Last Updated:

Oath Taking Issue: শপথ জটিলতার কথা জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রাজ্যপালের একবগ্গা মনোভাবের জেরেই রাষ্ট্রপতিকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত বিমান বন্দ্যোপাধ্যায়ের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শপথ জটিলতার কথা জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রাজ্যপালের একবগ্গা মনোভাবের জেরেই রাষ্ট্রপতিকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত বিমান বন্দ্যোপাধ্যায়ের। তিনি জানান, “দুই জয়ী প্রার্থীর শপথকে কেন্দ্র করে যে জটিলতা তৈরি হয়েছে তা নিয়ে রাষ্ট্রপতিতে চিঠি দিয়েছি।”
রাষ্ট্রপতিকে চিঠি বিধানসভার স্পিকার
রাষ্ট্রপতিকে চিঠি বিধানসভার স্পিকার
advertisement

বিমান বাবু আরও জানিয়েছে, “চিঠিতে সমস্ত বিষয় উল্লেখ করেছি। সেখানে আম্বেদকরের কিছু কথা জানিয়ে আমি বলেছি এই জয়ী প্রার্থীরা তাঁদের বিধায়ক হিসেবে কাজ করতে পারছেন না। রাষ্ট্রপতি রাজ্যপালকে নির্দেশ দিন বিধানসভায় এসে শপথ বাক্য পাঠ করাতে। না হলে বিধানসভার অধ্যক্ষ বা উপাধ্যক্ষকে শপথ পাঠ করানো অথরাইজ করুন।” পাশাপাশি উপরাষ্ট্রপতিকেও চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কেও চিঠি দিয়েছি, কারণ তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন।”

advertisement

আরও পড়ুন: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত..! ঘনাচ্ছে নিম্নচাপ..! আগামী ৪৮ ঘণ্টায় বিরাট রদবদল! কী হতে চলেছে? জানিয়ে দিল আলিপুর

সেরা ভিডিও

আরও দেখুন
টাকা খরচ করে রাজস্থান ছুটতে হবে না! বাংলায় বসেই দেখুন ঐতিহ্যবাহী শিশ মহল
আরও দেখুন

প্রসঙ্গত, বুধবার দুই জয়ী বিধায়ককে শপথবাক্য পাঠের জন্য রাজভবনে যেতে বলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তবে তাঁরা বিধানসভায় শপথ নেবেন বলে জানান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার। রাজ্যপাল বিধানসভায় না আসায় ধরনায় বসেন তাঁরা। সেই ধরনা এখনও অব্যাহত। বুধবারই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, এই জটিলতা না কাটলে প্রয়োজনে তাঁরা রাষ্ট্রপতিকে চিঠি লিখবেন। সেই কথা মতোই আজ রাষ্ট্রপতিকে চিঠি দিল রাজ্য বিধানসভা। চিঠি পৌঁছল রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা উপরাষ্ট্রপতির কাছেও।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Oath Taking Issue: সায়ন্তিকাদের শপথ জটিলতা তুঙ্গে! রাষ্ট্রপতিকে চিঠি বিধানসভার স্পিকারের, চিঠি গেল আর কার কাছে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল