কলকাতা বিমানবন্দরে প্রিপেড ট্যাক্সি বুকিং কাউন্টার থেকেই যাত্রী সাথী ট্যাক্সি বুক করা যাচ্ছে। আগে কলকাতা বিমানবন্দরে নামার পর যাত্রীদের ট্যাক্সি বুকিং নিয়ে সমস্যায় পড়ার একাধিক অভিযোগ পাওয়া যেত। ট্যাক্সি চালকদের বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার একাধিক অভিযোগ আসতো যাত্রীদের থেকে । এবার আর এসব হয়রানিতে আর পড়তে হবে না বিমান যাত্রীদের। যাত্রী সাথী অ্যাপ এর মাধ্যমে তারা সহজেই নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য হলুদ ট্যাক্সি বুক করতে পারবে। যাত্রীদের দাবি, অন্য অ্যাপ ক্যাবের তুলনায় এই অ্যাপে গাড়ির ভাড়াও অনেকটাই কম।
advertisement
বর্তমান জমানা অ্যাপ ক্যাবের। হলুদ ট্যাক্সির লাগামছাড়া ভাড়া, পাশাপাশি সেটা পেতেও বেশ নাজেহাল হতে হয়েছে। অন্যদিকে অ্যাপ ক্যাব গুলো সামান্য বৃষ্টি বা নির্দিষ্ট এলাকায় কম ক্যাবে থাকার অজুহাতে প্রচুর সারচার্জ করে বলেও অভিযোগ যাত্রীদের। তবে এবার যাত্রী সাথীর ফলে ট্যাক্সি নিয়ে মাথা ব্যথা খানিকটা কমবে বলেই মনে করা হচ্ছে।