ইকবাল থেকে সুলতনা আহমেদ। নারককাণ্ডে ইতিমধ্যেই বেশ কয়েকজন অভিযুক্তকে তলব করেছে সিবিআই। চলেছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। এরইমধ্যে হাইকোর্টে মামলা করেছেন ইকবাল আহমেদ ও সাংসদ অপরূপা পোদ্দার। সেই মামলার পর্যবেক্ষণে ২৭ জুলাই নারদ তদন্তের অগ্রগতির বিষদ রিপোর্ট CBI-কে জমা দিতে বলেছে হাইকোর্ট। তাই, রিপোর্টে অগ্রগতি দেখাতে CBI-এর নয়া কৌশল।
কৌশলী সিবিআই
advertisement
- ১৯ জুলাইয়ের আগে সব অভিযুক্তদের নোটিস (ধরানোর সিদ্ধান্ত CBI-এর)
- আদালতে নারদ ফুটেজের সত্যতার শংসাপত্র জমা (দিয়েছেন ম্যাথু)
- (এবার) অভিযুক্তদের মুখোমুখি ম্যাথুকে বসাতে চায় সিবিআই
- অভিযুক্তদের শনাক্ত করবেন নারদ কর্তা
- তাই ১৯ থেকে ২৫ জুলাই পর্যন্ত ম্যাথুকে নিজাম প্যালেসে চায় সিবিআই
সূত্রের খবর, ব্যক্তিগত সব কাজ মিটিয়ে ১৯ জুলাই সকালেই শহরে আসছেন নারদ কর্তা। সেখান থেকে নিজাম প্যালেসে যাবেন ম্যাথু স্যামুয়েল।
এদিকে অভিযুক্তদের সম্পত্তির হিসেব থেকে আয়-ব্যয়ের এফিটডেভিট। ২০১৬-র বিধানসভা নির্বাচনের আগে দেওয়া সেই তথ্য যাচাই করতে চায় CBI। তাই নির্বাচন কমিশনের কাছে সেইসব তথ্য যাচাই করতে চেয়ে চিঠি পাঠিয়েছে তদন্তকারী সংস্থা। ফলে সবদিক গুছিয়ে নিয়েই হাইকোর্টে তদন্ত রিপোর্ট পেশ করতে চাইছে CBI।