পিওএস ব্যবস্থা চালু করা নিয়ে দক্ষিণ-পূর্ব রেলের কর্তারাও বৈঠক করেছেন এসবিআই আধিকারিকদের সঙ্গে। ভারতীয় রেলে ক্যাশলেস টিকিটিং ব্যবস্থা চালু করার কথা জানায় রেল মন্ত্রক। চলতি মাসের ১ তারিখ রেল বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় টিকিট কাটার যাবতীয় ব্যবস্থা ক্যাশলেস করে দেওয়া হবে।
এই বিষয়ে রেল মন্ত্রকের তরফে বৈঠক করা হয় এসবিআই ও আইআইসিআই ব্যাঙ্কের কর্তাদের মধ্যে। সোমবার ক্যাশলেস টিকিটিং ব্যবস্থা চালু হয়ে গেল পূর্ব রেলে। পূর্ব রেলের হাওড়া ও শিয়ালদহ স্টেশনে চালু হল এই ব্যবস্থায়। যদিও সোমবার থেকে দূরপাল্লার ট্রেনের টিকিট কাটা যাবে পিওএস ব্যবস্থায়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 12, 2016 5:22 PM IST