TRENDING:

নেতাদের জন্য নয়, তৃণমূলের কর্মীদের জন্য আমাদের দরজা খোলা! বললেন সুকান্ত মজুমদার

Last Updated:

রাজ্য বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় নির্দেশ মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নেতাদের জন্য নয়, তৃণমূল কর্মীদেরকে বড় বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ রাজ্য বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির চলছে বৈদিক ভিলেজে৷ সেখানে উপস্থিত রয়েছেন গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বও৷ সেই শিবিরেই নতুন করে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি, সুকান্ত মজুমদার তেমনই জানিয়েছেন৷ রাজ্য বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় নির্দেশ মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
সুকান্ত মজুমদারের ফাইল ছবি
সুকান্ত মজুমদারের ফাইল ছবি
advertisement

সুকান্ত মজুমদার জানিয়েছেন, ‘‘তৃণমূলের নেতাদের জন্য নয়, কর্মীদের জন্য আমাদের দরজা খোলা। এই মুহূর্তে তৃণমূলের কোনও নেতা বিজেপিতে আসতে চাইলে তাঁদের দলে নেওয়া হবে না। এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি। তৃণমূলের সব নেতাই দুর্নীতিগ্রস্ত। তাই নেতা নয়, কর্মীদের আমরা দলে নেওয়ার ক্ষেত্রে দরজা খোলা রাখছি। শুধু তৃণমূলই নয়, কোন রাজনৈতিক দলের নেতাদের নেওয়ার ক্ষেত্রেই আমাদের আগ্রহ নেই। আমরা সব দলের কর্মীদের জন্য দরজা খোলা রাখছি৷’’

advertisement

আরও পড়ুন: শুভেন্দুর আর্জি খারিজ! কুণালের মানহানি মামলায় দিতে হবে সশরীরে হাজিরা

আরও পড়ুন: দু-তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ ও বৃষ্টিপাত দক্ষিণের দুই জেলায়! ঝড়-বৃষ্টি উত্তরবঙ্গের জেলায় জেলায়! জানুন রাজ্যের আবহাওয়া আপডেট

তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতার সংখ্যা কম নয়৷ ২০২১ নির্বাচনের আগে অনেকেই শিবির বদল করে বিজেপিতে গিয়েছিলেন৷ নির্বাচনের পর ফিরেও এসেছিলেন অনেকে৷ তবে তখন কোনওরকম ছাঁকনি ব্যবহার করেনি গেরুয়া শিবির, এ বারে তাই করছে৷ সাম্প্রতিক কালে বিভিন্ন তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে৷ সেই দূর্নীতির অভিযোগে কোনও অভিযুক্ত নেতা যাতে বিজেপিতে নাম লেখাতে না পারেন, সেই কারণেই সর্বসন্মতি করে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি, এমনই মনে করা হচ্ছে৷ বৈদিক ভিলেজের মিটিংয়ে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকেও নাকি এই বার্তা স্পষ্ট করে দেওয়া হয়েছে৷ বলা হয়েছে, কোনও তৃণমূলের নেতা যদি বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করেন, তা হলে কোনও ভাবেই যেন তাঁদের দলে নেওয়া না হয়, এমনই খবর পাওয়া গিয়েছে বিজেপি সূত্রে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘাটালবাসীর ভোগান্তি অতীত! মাস্টার প্ল্যানের অংশ হিসেবে শুরু হল জরুরি খাল সংস্কারের কাজ
আরও দেখুন

ভেঙ্কটেশ্বর লাহিড়ি

বাংলা খবর/ খবর/কলকাতা/
নেতাদের জন্য নয়, তৃণমূলের কর্মীদের জন্য আমাদের দরজা খোলা! বললেন সুকান্ত মজুমদার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল