TRENDING:

কেন্দ্রের নয়, বাংলার নিজস্ব তহবিলেই ১২ লক্ষ পরিবার ঘর পাবে! 'বাংলার বাড়ি'তে কত খরচ হচ্ছে? জানালেন মুখ্যমন্ত্রী

Last Updated:

Mamata Banerjee On Banglar Bari: ‘বাংলার বাড়ি (গ্রামীণ)’ প্রকল্পের আওতায় ১২ লক্ষ গরিব ও উপযুক্ত পরিবারকে তাঁদের স্বপ্নের ঘর তৈরি করতে প্রতিটি পরিবারকে ₹১,২০,০০০ করে সহায়তা করছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গরিব মানুষের মাথার উপর ছাদ—এ বার সেই স্বপ্নকে বাস্তব করছে রাজ্য সরকার, তাও কেন্দ্রের কোনও অনুদান ছাড়াই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে ‘বাংলার বাড়ি (গ্রামীণ)’ প্রকল্পে ইতিমধ্যেই ১২ লক্ষ গরিব ও উপযুক্ত পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রতি পরিবারে ₹১,২০,০০০ করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
কেন্দ্রের নয়, বাংলার নিজস্ব তহবিলেই ১২ লক্ষ পরিবার ঘর পাবেন! 'বাংলার বাড়ি'তে কত খরচ হচ্ছে? জানালেন মুখ্যমন্ত্রী
কেন্দ্রের নয়, বাংলার নিজস্ব তহবিলেই ১২ লক্ষ পরিবার ঘর পাবেন! 'বাংলার বাড়ি'তে কত খরচ হচ্ছে? জানালেন মুখ্যমন্ত্রী
advertisement

এই প্রকল্পে রাজ্য সরকারের খরচের পরিমাণ ₹১৪,৪০০ কোটি টাকা, যা সম্পূর্ণভাবে রাজ্যের নিজস্ব কোষাগার থেকে ব্যয় করা হয়েছে বলে মুখ্যমন্ত্রীর দাবি। তিনি X হ্যান্ডলে লেখেন, “আমাদের রাজ্য সরকার সম্পূর্ণ নিজের তহবিল থেকে ‘বাংলার বাড়ি (গ্রামীণ)’ প্রকল্পের আওতায় ১২ লক্ষ গরিব ও উপযুক্ত পরিবারকে তাঁদের স্বপ্নের ঘর তৈরি করতে প্রতিটি পরিবারকে ₹১,২০,০০০ করে সহায়তা করছে। গত ডিসেম্বরে আমরা প্রথম কিস্তি হিসেবে ₹৭,২০০ কোটি টাকা সরাসরি তাঁদের অ্যাকাউন্টে পাঠিয়েছিলাম। আজ দ্বিতীয় কিস্তির ₹৭,২০০ কোটি টাকাও পাঠানো শুরু হল। অর্থাৎ বাংলার মানুষের ঘর গড়ার জন্য আমরা এখনও পর্যন্ত মোট ₹১৪,৪০০ কোটি টাকা খরচ করেছি—একটিও টাকা কেন্দ্রের নয়, শুধুই রাজ্যের।”

advertisement

৩০ দিনেই ফলে! বাগানে বা বাড়ির টবেই লাগান এই ‘বীজ’… বেচে লাখ লাখ টাকা কামাবেন ঘরে বসেই!

কিশোরী ভাগ্নি ফাঁক পেলেই ছুটে আসত মামার বাড়ি! সবাই ভাবতেন রক্তের টান…কিন্তু সত্যিটা যেদিন প্রকাশ্যে এল, শিউরে উঠলেন সবাই!

তবে এখানেই শেষ নয়। মুখ্যমন্ত্রী এদিন আরও ঘোষণা করেন, এই প্রকল্পের আওতায় আরও ১৬ লক্ষ উপযুক্ত পরিবারকে ঘর তৈরির জন্য সহায়তা দেওয়া হবে। এই পরিবারগুলি আগামী ডিসেম্বর মাসে প্রথম কিস্তি এবং ২০২৬ সালের মে মাসে দ্বিতীয় কিস্তি পাবে।

advertisement

এই প্রকল্প নিয়ে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী বলেন, “এটি শুধু একটি আবাসন প্রকল্প নয়, এটি বাংলার মানুষের সম্মান, স্থায়িত্ব ও মর্যাদার প্রতীক। আমরা প্রমাণ করেছি—জনগণের পাশে দাঁড়াতে কেন্দ্রের মুখ চেয়ে থাকতে হয় না।”

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

উল্লেখ্য, রাজ্য সরকারের তরফে এই প্রকল্পে আবেদন যাচাইয়ের ক্ষেত্রে নির্দিষ্ট মাপকাঠি রাখা হয়েছে এবং তালিকা তৈরিতে স্বচ্ছতা বজায় রাখতে ব্লক স্তরে কঠোর তদারকি চালানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
কেন্দ্রের নয়, বাংলার নিজস্ব তহবিলেই ১২ লক্ষ পরিবার ঘর পাবে! 'বাংলার বাড়ি'তে কত খরচ হচ্ছে? জানালেন মুখ্যমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল