TRENDING:

রেল পথে বন্যপ্রাণীর দেহাংশ পাচারের চেষ্টা রুখতে কড়া উত্তর পূর্ব সীমান্ত রেল, চলছে তল্লাশি

Last Updated:

একাধিক স্টেশনে বাড়ছে চেকিং। জোর তল্লাশি সমস্ত ট্রেনে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনীর দ্বারা চোরাই সামগ্রী ও প্রজাতি উদ্ধার চলছে । উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) রুটিন তল্লাশির সময় বিভিন্ন স্টেশন থেকে জীবন্ত কচ্ছপ, সাল কাঠ ও তাজা কার্তুজ সহ ম্যাগজিন উদ্ধার করেছে।
* রেল পথে বন্যপ্রাণীর দেহাংশ পাচারের চেষ্টা রুখতে কড়া উত্তর পূর্ব সীমান্ত রেল। 
* রেল পথে বন্যপ্রাণীর দেহাংশ পাচারের চেষ্টা রুখতে কড়া উত্তর পূর্ব সীমান্ত রেল। 
advertisement

বালুরঘাটের আরপিএফ ও বালুরঘাটের জিআরপি যৌথভাবে ৫ মার্চ বালুরঘাট রেলওয়ে স্টেশনে ০৫৪২১নং (মালদা টাউন-বালুরঘাট) প্যাসেঞ্জার ট্রেনে রুটিন তল্লাশি চালিয়ে একটি জেনারেল কামরা থেকে ৯টি দাবিহীন ব্যাগ শনাক্ত করে। ব্যাগগুলি খোলার পর প্রায় ১২৪ কেজি ওজনের ১২টি জীবন্ত কচ্ছপ উদ্ধার হয়। পরবর্তী সময়ে বণ্যপ্রাণী আইন অনুযায়ী বালুরঘাট (পশ্চিমবঙ্গ) বন দফতরের কাছে উদ্ধারকৃত কচ্ছপগুলি তুলে দেওয়া হয়।

advertisement

আরও পড়ুন:চাকরি-বিক্রিতে দলীয় যোগ! শান্তনু ফাঁস করে দিলেন সবকিছু? ১১১ কোটি নিয়ে তোলপাড় দাবি ইডি-র

আলিপুরদুয়ার জং. রেলওয়ে স্টেশনে ১৫৪৬৭নং (শিলিগুড়ি জং.-বামনহাট) প্যাসেঞ্জার ট্রেনে ৪ ও ৭ মার্চ, ২০২৩ তারিখে তথ্যের ভিত্তিতে আলিপুরদুয়ার ডিভিশনের আরপিএফ তল্লাশি অভিযান চালায়। এই তল্লাশির সময় তারা যথাক্রমে ৮০০০ টাকা মূল্যের ১১ পিস দাবিহীন সাল কাঠ এবং ২০০০০ টাকা মূল্যের ১৭ পিস দাবিহীন সাল কাঠ উদ্ধার করে। পরে উদ্ধারকৃত সাল কাঠগুলি রেঞ্জ অফিসার, ইস্ট দামনপুর, আলিপুরদুয়ার (পশ্চিমবঙ্গ)-এর হাতে তুলে দেওয়া হয়।অন্য আরেকটি ঘটনায় ০৪ মার্চ, ২০২৩ তারিখে জলপাইগুড়ির আরপিএফ টিম ধুগুড়ি রেলওয়ে স্টেশনে এসএলআর রাইফেলের পাঁচটি তাজা কার্তুজ সহ একটি ম্যাগজিন উদ্ধার করে।

advertisement

আরও পড়ুন: হায়দরাবাদ-সহ তেলেঙ্গানা জুড়ে ব্যাঙ্গাত্মক পোস্টার, ব্যানারে শুভেন্দু অধিকারী! তুমুল আলোড়ন

অনুসন্ধানের পর জানা গিয়েছে,  উদ্ধারকৃত সামগ্রীগুলি নির্বাচনের দায়িত্বে থাকা পাঞ্জাব পুলিশের একজন সাব ইন্সপেক্টরের। একটি নির্বাচন বিশেষ ট্রেন থেকে ম্যাগজিন ও কার্তুজগুলি পড়ে গিয়েছিল। পরে উদ্ধারকৃত সামগ্রীগুলি পাঞ্জাব পুলিশের সংশ্লিষ্ট সাব ইন্সপেক্টরকে দেওয়া হয়।এখানে উল্লেখযোগ্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ ট্রেনের মাধ্যমে চোরাই সামগ্রী ও বিভিন্ন প্রাণীর প্রজাতি পরিবহণের ক্ষেত্রে এবং স্টেশনগুলিতে কড়া নজরদারি চালিয়ে আসছে। রেল পুলিশ সূত্রে খবর, অনেক সময় নজর এড়িয়ে ছোট স্টেশন থেকে এই সব চোরাই সামগ্রী নিয়ে তারা ট্রেনে উঠে পড়ে৷ তাই বিভিন্ন স্টেশনে চেকিং বাড়ানো হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

আবীর ঘোষাল

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
রেল পথে বন্যপ্রাণীর দেহাংশ পাচারের চেষ্টা রুখতে কড়া উত্তর পূর্ব সীমান্ত রেল, চলছে তল্লাশি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল