TRENDING:

‘কেন্দ্র-রাজ্যে মতবিরোধে ভুগছে সাধারণ মানুষ’, পাহাড়ে টানা বনধ নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

Last Updated:

‘কেন্দ্র-রাজ্যে মতবিরোধে ভুগছে সাধারণ মানুষ’, পাহাড়ে টানা বনধ নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #দার্জিলিং: পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চার বনধকে হাইকোর্ট বেআইনি ঘোষণা করার পরও অব্যাহত বনধ ৷ লাগাতার বিক্ষোভ উত্তেজনায় বিঘ্নিত পাহাড়ের জনজীবন ৷ রাজ্যের উত্তরাঞ্চল অর্থাৎ পাহাড়ের অশান্ত পরিস্থিতি নিয়ে প্রবল ক্ষুব্ধ হাইকোর্ট ৷
advertisement

একই সঙ্গে পাহাড়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও কেন্দ্রের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ৷ একইসঙ্গে মদন তামাং হত্যা মামলায় সিবিআইয়ের ভূমিকা নিয়েও এদিন প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট ৷

পাহাড়ের অচলাবস্থায় কেন্দ্র ও রাজ্যের সমন্বয়কেই দায়ী করেছে আদালত ৷ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের মত, কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ের অভাবে ভুগছেন সাধারণ মানুষ ৷ অন্যদিকে, পাহাড়ে বাহিনী নিয়ে কেন্দ্রের গড়িমসিতেও ক্ষুব্ধ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ৷ ৩ দিনের মধ্যে কেন্দ্রের স্বরাষ্ট্র যুগ্ম সচিবের হলফনামা তলব করেছে আদালত ৷ একইসঙ্গে রাজ্যের বক্তব্যও জানতে চাওয়া হল ৷ রাজ্যের হয়ে এডিজি আইনশৃঙ্খলাকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এখানেই শেষ নয় পাহাড় পরিস্থিতি নিয়ে হাইকোর্টের মন্তব্য, ‘পর্যাপ্ত বাহিনী থাকলেও তা ব্যবহৃত হচ্ছে না ৷ কেন্দ্র-রাজ্য সমন্বয়ের অভাব রয়েছে ৷ পৃথক সরকার হওয়ায় মানুষের ভোগান্তি, রাজ্যের বিরুদ্ধে অভিযোগ কেন্দ্রের ৷ মানুষ মারা যাচ্ছে, দুর্ভোগের শিকার হচ্ছে ৷ বিবাদে না জড়িয়ে একসঙ্গে কাজ করুক কেন্দ্র-রাজ্য ৷’

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
‘কেন্দ্র-রাজ্যে মতবিরোধে ভুগছে সাধারণ মানুষ’, পাহাড়ে টানা বনধ নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট