TRENDING:

Suvendu Adhikari: ‘বাংলা চাইছে অ্যাকশন’, খগেন মুর্মুর উপরে হামলার ঘটনায় আবারও তোপ..রাজ্যপালের কাছে শুভেন্দু কী দাবি জানালেন?

Last Updated:

রাজ্যপালকে উদ্দেশ্য করে তিনি বলেন, “উনি ওনার কর্তব্য পালন করছেন… বাংলা চাইছে অ্যাকশন। রাজ্যপাল মুর্শিদাবাদের ঘটনার পর রিপোর্ট দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সেটার পরেও একাধিক ঘটনা ঘটেছে অ্যাটাকের। মানুষ রক্ত দেখেছে। কোনও দৃশ্যমান অ্যাকশন নিন রাজ্যপাল, দলমত নির্বিশেষে সকল মানুষ চাইছে।” 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
News18
News18
advertisement

উত্তরবঙ্গ: জলপাইগুড়ির নাগরাকাটায় ধস-বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মুবিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য-রাজনীতিতে তীব্র ঝড় উঠেছে। এই ঘটনার কড়া নিন্দা করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোসও। পাল্টা রাজ্যপালকে ‘মেরুদণ্ডহীন‘ এবং ‘বিজেপির পলিটিক্যাল এজেন্ট’ বলে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ফের সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

advertisement

বৃহস্পতিবার সরাসরি রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কাছে কেবল রিপোর্ট নয়, ‘দৃশ্যমান অ্যাকশনচাইলেন বিজেপি নেতা। পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন্ন উত্তরবঙ্গ সফর নিয়েও তীব্র কটাক্ষ করেন তিনি। বাংলা চাইছে অ্যাকশন, শুধু রিপোর্ট নয়’ । খগেন মুর্মুর উপর হামলার পর তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবং এ বিষয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্টও দিয়েছেন। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “আমাদের রাজ্যপাল অত্যন্ত সংবেদনশীল। উনি ওঁর কর্তব্য পালন করছেন। কিন্তু বাংলার মানুষ চাইছে অ্যাকশন।”

advertisement

আরও পড়ুন: এবার একেবারে কাবুলে ঢুকে বিমানহানা ইসলামাবাদের! পর পর বিস্ফোরণ..কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী

রাজ্যপালকে উদ্দেশ্য করে তিনি বলেন, “উনি ওঁর কর্তব্য পালন করছেন… বাংলা চাইছে অ্যাকশন। রাজ্যপাল মুর্শিদাবাদের ঘটনার পর রিপোর্ট দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সেটার পরেও একাধিক ঘটনা ঘটেছে অ্যাটাকের। মানুষ রক্ত দেখেছে। কোনও দৃশ্যমান অ্যাকশন নিন রাজ্যপাল, দলমত নির্বিশেষে সকল মানুষ চাইছে।” শুভেন্দুর দাবি, খগেন মুর্মুর উপর হামলার ঘটনায় জেলাস্তরের তৃণমূল কর্মীরাও নিন্দা করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের উত্তরবঙ্গ সফরে যাবেন-এই খবর প্রসঙ্গে শুভেন্দু বলেন, “যেতে তো হবেই। উনি তো পাহাড়ে যাননি সেদিন। উনি যাবেন, দিন শুরু হবে বারোটায়, শেষ হবে ৪ টায়চকলেট বিতরণ করবেন, বন্ধ চা বাগান খুলিয়ে ছবি তুলবেন। তারপর টাইগার হিলে ভাল শীতের আমেজ কাটাবেন।”

advertisement

আরও পড়ুন : বড় খবর, বন্ধ থাকবে বিদ‍্যাসাগর সেতুতে যান চলাচল! শনি ও রবিবার কখন বন্ধ থাকবে? এখনই জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
রুপোর মুকুট, স্বর্ণালঙ্কারে সজ্জিত দেবী, ২৫০ বছরের প্রাচীন কালীপুজোর রোমহর্ষক কাহিনী জানুন
আরও দেখুন

উত্তরবঙ্গের পুরস্কার নিয়ে রাজ্য সরকারের উদ্যোগ প্রসঙ্গে তাঁর কটাক্ষ: “প্রচারে থাকার জন্য এসব করছে। যে ড্যামেজ হয়েছে .., সেটা কন্ট্রোলের জন্য এসব করছে।” রাজ্যপাল অবশ্য গতকাল জানিয়েছিলেন, রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ নিয়ে তিনি কোনো সিদ্ধান্ত নেননি। তবে বাংলায় যা ঘটছে, তা হওয়া উচিত নয় এবং উপযুক্ত পদক্ষেপ করার সময় এসেছে। যদিও রাষ্ট্রপতির সঙ্গে ঠিক কী কথা হয়েছে, তা তিনি খোলসা করেননি

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: ‘বাংলা চাইছে অ্যাকশন’, খগেন মুর্মুর উপরে হামলার ঘটনায় আবারও তোপ..রাজ্যপালের কাছে শুভেন্দু কী দাবি জানালেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল