কোথায় বাড়ি, কী পরিচয়? কী ভাবেই বা টিটাগড়ে এলেন তিনি? এই সমস্ত প্রশ্নের উত্তরে বিশেষ কিছু স্পষ্ট করে বলতে পারছেন না ওই বৃদ্ধ৷ স্থানীয় বাসিন্দারা খোঁজ খবর নিতে গেলে, তিনি শুধু বলতে পেরেছেন, তাঁর নাম মিলন কান্তি মিত্র৷ বাড়ি কলকাতার কেশব সেন স্ট্রিটে৷ ভাইয়ের বন্ধুর বাড়িতে দেখা করতে নিয়ে আসার নাম করে তাঁকে রাস্তার ধারে ফেলে দিয়ে যাওয়া হয়েছে।
advertisement
বৃদ্ধের পকেট থেকে উদ্ধার হয়েছে ভোটার কার্ড, আধার কার্ড এমনকি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এটিএম কার্ডও। কিন্তু, ব্যাঙ্ক থেকে সমস্ত টাকা পয়সা তুলে নিয়ে হাতে শুধু ৫০০ টাকা দিয়ে টোটোয় করে এদিক ওদিক ঘুরিয়ে বিটি রোডের উপর রাস্তার একপাশে ফেলে রেখে গিয়েছে কেউ বা কারা। সারারাত বৃষ্টিতে সেই রাস্তার ধারেই পড়েছিলেন বৃদ্ধ৷
সকালে এলাকার মানুষ তাঁকে দেখতে পেয়ে এবং পুরো ঘটনা শুনে তাঁকে খাওয়ানোর ব্যবস্থা করেন৷ পরে তাঁকে টিটাগর পুরসভার অধীন মমতালয় নামে একটি সেন্টারে নিয়ে যাওয়া হয়।
ব্যাঙ্কে যেটুকু টাকা পয়সা ছিল সবটাই তুলে নিয়েছে বলে বৃদ্ধার অভিযোগ। সারারাত বৃষ্টিতে ভেজায় বর্তমানে বেশ অসুস্থ তিনি। তাঁকে মিলন মিত্র বারাকপুর বি এন বসুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷